shono
Advertisement

Breaking News

তিনদিন পরেই শুরু আইপিএল, চিন্তা আরও বাড়ল ধোনির সিএসকের

কেন চিন্তা বাড়ল চেন্নাই শিবিরের?
Posted: 06:54 PM Mar 18, 2024Updated: 07:05 PM Mar 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল যত এগিয়ে আসছে, ধোনির দলের চিন্তা ততই বাড়ছে।
পাথিরানার চোট নিয়ে চিন্তিত সিএসকে শিবির। পাথিরানা চোট পাওয়ায় মুস্তাফিজুরের উপরে চেন্নাই শিবির ভরসা করেছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানকে চোটের লাল চোখ দেখে মাঠ ছাড়তে হয়। 

Advertisement

[আরও পড়ুন: কোন তিন শর্ত পূরণ করলে শাস্তি এড়িয়ে খেলতে পারবেন নাইট অধিনায়ক শ্রেয়স?]

আইপিএল শুরু হচ্ছে ২২ তারিখ। তার আগে বাংলাদেশের বাঁ হাতি পেসারের চোট চিন্তা বাড়াল সিএসকে শিবিরে। মুস্তাফিজুর রহমান দশম ওভার সম্পূর্ণ করতে পারেননি। হাঁটতে পর্যন্ত পারছিলেন না মুস্তাফিজুর। বাধ্য হয়ে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশি পেসারের চোট কতটা, তার উপরে নজর রাখছে চেন্নাই সুপার কিংস।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে আইপিএলের প্রথমার্ধ থেকে আগেই ছিটকে গিয়েছেন। বৃদ্ধাঙ্গুষ্ঠে চোটের জন্য কনওয়েকে ছাড়াই আইপিএলের প্রথমার্ধে নামতে হবে চেন্নাই সুপার কিংসকে।

 

[আরও পড়ুন: আরসিবি ক্যাম্পে যোগ দিলেন কোহলি, বিরাট স্বপ্ন দেখছেন সমর্থকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement