shono
Advertisement

কাজ করতে করতে আচমকা মৃত্যু ব্যাঙ্ককর্মীর

৫৪ বছরের তুকারাম হঠাৎ কাজ করতে করতে মাটিতে পড়ে যান৷ The post কাজ করতে করতে আচমকা মৃত্যু ব্যাঙ্ককর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:58 PM Nov 17, 2016Updated: 05:28 PM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাজ চলাকালীন আচমকা মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাঙ্ককর্মীর৷ মৃত ওই ব্যাঙ্ককর্মীর নাম তুকারাম তানপুরে৷ তিনি পুণে থেকে ৪০ কিলোমিটার দূরে রাজগুরুনগরের এসবিআই শাখার কর্মী তিনি৷

Advertisement

নোট বদলে এখন দেশজুড়ে সরকারি, বেসরকারি এখন ব্যাঙ্কের সব শাখায় নিত্যদিনই আমজনতার উপচে পড়ে ভিড় জমছে৷ একইভাবে রাজগুরুনগরের এসবিআই-এর ওই শাখাতেও বৃহস্পতিবার ভিড় কম কিছু ছিল না৷ তবে দুপুরের দিকে ভিড় অনেকটাই আয়ত্তের মধ্যেই ছিল বলে জানাচ্ছেন এসবিআই-এর ওই শাখার ম্যানেজার শ্রীধর আইয়ার৷ তিনি জানান, ৫৪ বছরের তুকারাম হঠাৎ কাজ করতে করতে মাটিতে পড়ে যান৷ স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে তুকারামের এই আচমকা মৃত্যুর কারণ জানা যায়নি৷

 

The post কাজ করতে করতে আচমকা মৃত্যু ব্যাঙ্ককর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement