shono
Advertisement

উলুবেড়িয়ায় ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুকে সুইসাইড নোট

অবৈধ লেনদেনের জন্য তাঁর উপর চাপ প্রয়োগের অভিযোগ দুই সহকর্মীর বিরুদ্ধে! The post উলুবেড়িয়ায় ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুকে সুইসাইড নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Feb 11, 2017Updated: 10:28 AM Feb 11, 2017

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার বানিবোনে ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু৷ রেললাইনের ধার থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ৷ ফেসবুকে মিলল সুইসাইড নোট৷ সত্যিই আত্মহত্যা? নাকি খুনের ঘটনা তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে৷

Advertisement

হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা রজত চৌধুরি (৪৫) নামে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মীর মৃতদেহ উদ্ধার হয় উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে লতিবপুর এলাকায়৷ টহলরত জিআরপির একটি দল দেহটি উদ্ধার করে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রজতবাবুর৷ তবে ঘটনার পিছনে রহস্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ কারণ রজত চৌধু্রির ফেসবুক অ্যাকাউণ্ট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট৷ যেখানে তিনি তাঁর মৃত্যুর কারণ হিসাবে জানিয়েছেন, অবৈধ লেনদেনে তাঁকে বাধ্য করা হয়েছিল৷ এই কাজে তাঁকে চাপ দিচ্ছিলেন ওই ব্যাঙ্কেরই দুই কর্মী অমিত নায়েক ও সোমনাথ ঘোষ৷

তিনি আরও অভিযোগ করেছেন, ওই দুই কর্মী তাঁর উপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ তৈরি করে আসছিলেন৷ নোট বাতিল ঘোষণার পর থেকে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যত সংখ্যক বাতিল নোট জমা পড়েছে সেগুলি রজতবাবুর তত্ত্বাবধানে জমা পড়েছে৷ এই মর্মে জোর করে তাঁকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলে ফেসবুকে অমিত নায়েক ও সোমনাথ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন৷ সুইসাইড নোটে তিনি আরও লিখেছেন, তাঁকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর থানায় রজতবাবুর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়৷ মানসিক চাপ সহ্য করতে না পেরেই বন্ধু ও পরিজনদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন৷ রজতবাবুর স্ত্রী ও ছোট একটি মেয়ে রয়েছে৷ সুইসাইড নোটে মৃত্যুর কারণ উল্লেখ থাকলেও মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷ কারণ রজতবাবু বাইক নিয়ে রোজ যাতায়াত করতেন৷ রজতবাবুর দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হলেও বাইকটি উদ্ধার হয়েছে ব্যাঙ্ক থেকে৷

তাঁর ফেসবুক অ্যাকাউণ্টটিও খতিয়ে দেখছে পুলিশ৷ ফেসবুকে তিনি নিজেই এই সুইসাইড নোটটি লিখেছিলেন না কি অ্যাকাউণ্টের পাসওয়ার্ড হাতিয়ে অন্য কেউ ওই সুইসাইড নোটটি লিখেছে৷ কারণ ওই সুইসাইড নোটে অমিত নায়েক ও সোমনাথ ঘোষ নামে অন্য দুই ব্যাঙ্ককর্মীর নামের উল্লেখ করেছে৷ এমনকী আত্মহত্যার জন্য ওই দুই ব্যাঙ্ককর্মীকেই সরাসরি দায়ী করা হয়েছে৷ ওই দুই ব্যাঙ্ক কর্মীকে ফাঁসাতে অন্য কেই একাজ করলেও করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ তবে রজতবাবুর স্ত্রী জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই অবসাদগ্রস্ত ছিল রজতবাবু৷ অফিস থেকে বাড়ি ফেরার পর পরিবারের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করত না৷ স্বাভাবিক খাওয়া দাওয়াও করছিল না সে৷ মাঝে মধ্যে সে অফিস যেতে চাইত না বলেও জানিয়েছেন রজতের স্ত্রী৷ গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ৷

The post উলুবেড়িয়ায় ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুকে সুইসাইড নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement