shono
Advertisement

অক্টোবরে ১৯ দিন বন্ধ ব্যাংক, জরুরি কাজ সেরে ফেলুন এখনই

বাংলায় কবে কবে বন্ধ ব্যাংক?
Posted: 03:58 PM Sep 29, 2021Updated: 04:20 PM Sep 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ব্যাংকের (Bank) কাজ সারছেন অনেকে। করোনা পরিস্থিতিতে অনলাইনে কাজকর্ম সারার ঝোঁক আরও বেড়েছে। কিন্তু কিছু কাজ তো আছে যা ব্যাংকে না গিয়ে করাই যায় না। এমন পরিস্থিতিতে কবে কবে ব্যাংক বন্ধ থাকছে, সেই তালিকা জানা খুবই জরুরি। অক্টোবর মাসে সারা দেশে ১৯ দিন বন্ধ থাকবে ব্যাংক। সেই ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।

Advertisement

মাস পড়লেই উৎসবের মরসুম। অনলাইনে টাকা লেনদেন হলেও বহু মানুষ এখনও ব্যাংকে ছোটেন টাকা তুলতে বা জমা করতে। আনুষাঙ্গিক অন্যান্য কাজেও ব্যাংকে যান অনেকেই। ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই এই তালিকায় চোখ বুলিয়ে নেবেন। 

[আরও পড়ুন: ‘২০ হাজার টাকা পেয়েছি পাক সেনার থেকে’, কাশ্মীরে ধৃত জঙ্গি ফাঁস করল পাকিস্তানের চক্রান্ত]

কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?

  • অক্টোবর ২: গান্ধী জয়ন্তী
  • অক্টোবর ৬: মহালয়া
  • অক্টোবর ৭: নবরাত্রি ব্রতারম্ভ ও ত্রিপুরা-মেঘালয়ে আঞ্চলিক ছুটি
  • অক্টোবর ১১: ষষ্ঠী
  • অক্টোবর ১২: সপ্তমী
  • অক্টোবর ১৩: অষ্টমী
  • অক্টোবর ১৪: নবমী
  • অক্টোবর ১৫: দশমী
  • অক্টোবর ১৮: কাটি বিহু (অসম)
  • অক্টোবর ১৯: ইদ-ই-মিলাদ
  • অক্টোবর ২০: লক্ষ্মীপুজো
  • অক্টোবর ২২: ইদ-এ-মিলাদ-উল-নবি

এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাংক। রবিবারও ব্যাংক বন্ধ থাকে। সেই তারিখগুলি হল

  • অক্টোবর ৩: রবিবার
  • অক্টোবর ১০: রবিবার
  • অক্টোবর ১৭: রবিবার
  • অক্টোবর ২৪: রবিবার
  • অক্টোবর ৩১: রবিবার
  • অক্টোবর ৯: দ্বিতীয় শনিবার
  • অক্টোবর ২৩: চতুর্থ শনিবার

[আরও পড়ুন: পরকীয়ার ‘শাস্তি’, গৃহবধূ ও প্রেমিককে নগ্ন করে ঘোরানো হল সারা গ্রাম]

তবে বাংলায় রবিবার ছাড়া মোট ন’দিন ছুটি থাকছে ব্যাংক। এর মধ্যে রয়েছে গান্ধী জয়ন্তী, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো-সহ একাধিক অনুষ্ঠান। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রাজ্য অনুযায়ী ও আঞ্চলিক উৎসব অনুযায়ী আলাদা আলাদা হয় ব্যাংকের ছুটি। বাংলায় ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা বন্ধ থাকবে ব্যাংক।

ব্যাংকগুলি বলছে, আরবিআইয়ের নিয়ম অনুসারে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে কোনও ব্যাংকের ছুটির দিন। তিনটি নিয়ম হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ ও ‘ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement