সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) ক্লাব ছেড়ে চলে যাওয়ার পরে আর লা লিগা (La Liga) জেতা হয়নি। চার মরশুম পরে অবশেষে স্প্যানিশ লিগে সেরার শিরোপা পেল বার্সেলোনা (Barcelona)। রবিবার এস্প্যানিওলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রবার্ট লেওয়নডস্কিরা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ১৪ পয়েন্টের ব্যবধান রয়েছে। প্রসঙ্গত, প্রথমবার ম্যানেজারের দায়িত্ব নিয়েই ক্লাবকে চ্যাম্পিয়ন করলেন প্রাক্তন ফুটবলার জাভি।
৩৩ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট ছিল বার্সার। রবিবার দুর্বল এস্প্যানিওলকে হারাতে পারলেই খেতাব হাতের মুঠোয় চলে আসবে। এমন অবস্থায় দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করেন লেওয়নডস্কিরা। মাত্র ১১ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। ৯ মিনিটের মাথায় ফের গোল। হাফটাইমের ঠিক আগেই ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন লেওয়নডস্কি।
[আরও পড়ুন: বিদায় আসন্ন? চিপকে ম্যাচ শেষে গোটা মাঠ ঘুরলেন মাহি, অটোগ্রাফ গাভাসকর-রিঙ্কুদের]
৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু করে বার্সা। বড় ব্যবধানে এগিয়ে থেকেও জাভির দলের আক্রমণের ঝাঁঝ এতটুকু কমেনি। ৫৩ মিনিটে ফের গোল করেন বার্সেলোনার কুন্দে। তবে ম্যাচের একেবারে শেষ পর্বে পৌঁছে খানিকটা ছন্দ ফিরে পায় এস্প্যানিওল। দলের তরফে ৭৩ মিনিটে প্রথম গোল করেন জাভি পুয়াডো। অতিরিক্ত সময়ে গোল আসে জোসেলুর বুট থেকে। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি বার্সার। তিন পয়েন্ট পেয়ে খেতাব নিশ্চিত করে ফেলল তারা।
লা লিগার পয়েন্ট তালিকা অনুযায়ী, বার্সার ঠিক পিছনেই রয়েছে রিয়াল মাদ্রিদ। আপাতত তাদের সংগ্রহে ৭১ পয়েন্ট। পরের প্রত্যেকটা ম্যাচ জিতলেও ৮৩ পয়েন্টেই থেমে যেতে হবে তাদের। প্রসঙ্গত, চলতি মরশুমের এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি জয় পেয়েই লা লিগা খেতাব কার্যত নিশ্চিত করে ফেলেছিল বার্সা। ২০২১ সালে ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন মেসি। তাঁরই দীর্ঘদিনের সতীর্থ জাভিকে এরপর বার্সার ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। কোচ হিসাবে প্রথম মরশুমেই বাজিমাত করলেন তিনি।