shono
Advertisement

Breaking News

Basanti Chatterjee

অভিনয়ের টান, ক্যানসার আক্রান্ত শরীর নিয়েও শুটিং ফ্লোরে বাসন্তী চট্টোপাধ্যায়

শরীর নানা সমস্যায় কাবু, কিন্তু অভিনেত্রীর মনের জোরই সম্বল।
Published By: Suparna MajumderPosted: 06:42 PM Nov 22, 2024Updated: 09:24 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের ভারে কাবু শরীর। ক্যানসারের মারণ কামড়। পেসমেকার আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। রয়েছে কিডনির সমস্যা। এত কিছুর পরও হাসিমুখে শুটিং ফ্লোরে আসেন বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। এই লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দ যে তাঁর বড় পছন্দের। আর ভালোবাসা? অভিনয়।

Advertisement

থিয়েটার থেকে সিনেপর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। চলতি বছরের শুরুর দিকে ‘গীতা এল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত তিনি। তার উপরে কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া মাত্র বর্ষীয়ান অভিনেত্রীকে আইসিউতে রাখা হয়। মাঝে তাঁর শারীরিক অবনতি হয়।

হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রী আর্থিক সমস্যার মুখেও পড়েছিলেন। ফেসবুক পোস্টের মাধ্যমে বাসন্তী চট্টোপাধ্যায়কে সাহায্যের আর্জির জানান অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ জানান ভাস্বর। অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দেন। আর্টিস্ট ফোরামও যথাসাধ্য চেষ্টা করেছে অভিনেত্রীকে সাহায্য করার। টানা ২৪ দিন দমদমের এক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন অভিনেত্রী।

‘সেরে উঠলেই আবার ফ্লোরে ফিরব’, সেই সময় বলেছিলেন বাসন্তীদেবী। পুরোপুরি সেরে তিনি ওঠেননি। শরীর নানা সমস্যায় কাবু, কিন্তু অভিনেত্রীর মনের জোরই সম্বল। তার জন্যই তো নিয়মিত দমদম থেকে সোনারপুরে যাতায়াত করে শুটিং ফ্লোরে পৌঁছে যাচ্ছেন। প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ, তার পর আবার ইঞ্জেকশনের খরচ। সমস্ত কিছু সামলে অভিনয়েই টানেই ক্যামেরার সামনে চলে আসেন। শুটিংয়ে থাকলেই যে মেজাজটা ভালো থাকে বাসন্তী চট্টোপাধ্যায়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত বাসন্তী চট্টোপাধ্যায়। তার উপরে কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও রয়েছে।
  • এত কিছুর পরও হাসিমুখে শুটিং ফ্লোরে আসেন বাসন্তী চট্টোপাধ্যায়। এই লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দ যে তাঁর বড় পছন্দের।
Advertisement