সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ সপ্তাহের টালবাহানার পর সরকারিভাবে নতুন কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। আগামী মরশুমের জন্য লাল-হলুদের কোচ হচ্ছেন এটিকের প্রাক্তন সহকারী কোচ বাস্তব রায়। শুক্রবার ক্লাব তাঁবুতে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করলেন লাল-হলুদ কর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিডি সুভাষ ভৌমিক, সচিব কল্যাণ মজুমদার ও ফুটবল সচিব রাজা গুহ-সহ লাল-হলুদের অন্য কর্তারাও।
[ক্লাবের অন্দরের ডামাডোলের মধ্যেই ঘোষিত হল মোহনবাগানের সাধারণ সভার দিন]
কদিন ধরেই ময়দানের আনাচে কানাচে খবর ছড়িয়েছিল লাল-হলুদের হটসিটে বসতে চলেছেন বাস্তব রায়। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সূত্রের খবর, কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে টিডি সুভাষ ভৌমিকের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় বাস্তব রায়ের। টেকনিক্যাল ডিরেক্টরের কাছে সমস্তরকম সহযোগিতার আশ্বাস পেয়েই দায়িত্ব নিতে রাজি হয়েছেন বাস্তব। দীর্ঘদিন ধরেই সুভাষ ভৌমিকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইস্টবেঙ্গলের নবনির্বাচিত কোচের। তাঁর পরামর্শেই এটিকের পদ ছেড়ে লাল-হলুদের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস্তব রায়। দায়িত্ব নেওয়ার পর তিনি নিঃসংকোচে জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের মত বড় ক্লাবের কোচ হওয়া তাঁর কাছে গর্বের বিষয়। এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। নতুন চাকরি যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তাও স্বীকার করেছেন লাল-হলুদের নতুন কোচ।
[টস ছাড়াই শুরু হবে টেস্ট ম্যাচ! ব্যাপারটা কী?]
গতমাসের শেষের দিকে প্রাক্তন কোচ খালিদ জামিলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর থেকেই ফাঁকা ছিল কোচের আসনটি। আই লিগ জয়ের স্বপ্ন সফল করতে গত মরশুমেই খালিদ জামিলকে কোচ করে এনেছিল পদ্মাপারের ক্লাবটি। আগের মরশুমে আইজলের মত ছোট দলকে আই লিগ চ্যাম্পিয়ন করে শিরোনামে আসেন খালিদ। কিন্তু আইজল ও ইস্টবেঙ্গলের মধ্যে আকাশ-পাতাল ফারাক তা হয়তো বুঝতে একটু বেশিই সময় নিয়ে নেন খালিদ। বড় ক্লাবে সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে হিমশিম খেতে হয় তাঁকে। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, খালিদের কুসংস্কারের কিসসাই আলোচনার শীর্ষে থাকে ময়দানজুড়ে। একপ্রকার চাপে পড়েই দলের টেকনিক্যাল ডিরেক্টর করে আনা হয় সুভাষ ভৌমিককে। খুব স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে খালিদের দ্বন্দ্ব বেধে যায়। একটা পর্যায়ে খালিদ-সুভাষ দ্বন্দ্বে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ফুটবলাররা। শেষমেশ দলের দায়িত্ব ক্রমশ নিজের দিকেই টেনে নেন সুভাষ। ব্রাত্য হয়ে যান খালিদ। সেই পর্ব ভুলে নতুন মরশুমে নতুন কোচের হাত ধরে ফের অধরা ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করলেন লাল-হলুদ সমর্থকরা। টিডি সুভাষ ভৌমিক এবং নতুন কোচ বাস্তবের তত্ত্বাবধানে আগামী পয়লা জুন থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল।
The post অবশেষে নতুন কোচ পেল ইস্টবেঙ্গল, খালিদের জায়গায় এলেন বাস্তব appeared first on Sangbad Pratidin.