shono
Advertisement

২০২২ সালের সেরা ক্রিকেটার কারা? তালিকা প্রকাশ BCCI-এর

নাম নেই রোহিত-কোহলির।
Posted: 11:12 AM Jan 01, 2023Updated: 11:32 AM Jan 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI)। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে নজরকাড়া পারফর্ম করেছেন যেসব তারকারা, তাঁদের সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বোর্ড। কিন্তু সেই তালিকায় নেই বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো হেভিওয়েটের নাম। তালিকায় রয়েছেন ঋষভ পন্থ। সদ্যসমাপ্ত বছরে টেস্টে ভারতের সেরা ব্যাটার হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্বীকৃতি জানানো হয়েছে সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহকেও। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পায়নি ভারত, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলিতে দাপট দেখিয়েছে মেন ইন ব্লু।

Advertisement

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পন্থ (Rishabh Pant)। বেশ কয়েকমাস তিনি ক্রিকেটে ফিরতে পারবেন না বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতের সেরা টেস্ট ব্যাটারের সম্মান পেলেন তিনি। ২০২২ সালে ভারত মোট ৭টি টেস্ট খেলেছে, সবক’টি ম্যাচেই খেলেছেন পন্থ। বিদেশের মাটিতে দু’টি সেঞ্চুরি-সহ মোট ৬৮০ রান করেছেন তিনি। চোটের জন্য সেভাবে খেলতে পারেননি জশপ্রীত বুমরাহ। তা সত্বেও ভারতের সেরা টেস্ট বোলার তিনিই। পাঁচ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে গিয়ে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির ভেঙে ফের তৈরি হবে মসজিদ! মুসলিম ধর্মগুরুর হুঁশিয়ারিতে বিতর্ক]

একদিনের ক্রিকেটের সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার। তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে ২০২২ সালে সব চেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন নাইট অধিনায়ক। তবে ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহক তিনিই। ১৭ টি ম্যাচ খেলে ৭২৪ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেছেন শ্রেয়স। ওয়ানডে ক্রিকেটের সেরা বোলার মহম্মদ সিরাজ। ১৫ ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার।

টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য মিস্টার ৩৬০ ডিগ্রি উপাধিও পাচ্ছেন ক্রিকেটমহল থেকে। এক বছরে হাজারের বেশি রান করে ভারতের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হয়েছেন স্কাই। দু’টি সেঞ্চুরি হাঁকিয়ে ২০২২ সালে তাঁর সংগ্রহ ১১৬৪ রান। টি-টোয়েন্টিতে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। সংক্ষিপ্ততম ফরম্যাটে ৩২ ম্যাচ খেলে ৩৭টি উইকেট পেয়েছেন তিনি।

[আরও পড়ুন:‘সুখ-সমৃদ্ধি-সাফল্যে ভরে উঠুক ২০২৩’, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement