সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। রবিবার আইপিএল ১৪-র পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। সূচি অনুযায়ী, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের IPL। ফাইনাল ৩০ মে। প্রথম ম্যাচেই মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রথম মাঠে নামবে ১১ এপ্রিল। চেন্নাইয়ে আয়োজিত হবে ম্যাচটি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।
বোর্ডের তরফ থেকে ঘোষিত সূচি অনুযায়ী, দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই, কলকাতা, ব্যাঙ্গালোর-এই ছটি শহরে আয়োজিত হবে এবারের আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর প্লে-অফ এবং ফাইনাল হবে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। এছাড়া বঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের ফলাফলের পর ৯ মে থেকে কলকাতায় আয়োজিত হবে আইপিএলের ম্যাচগুলো। সবমিলিয়ে ইডেনে মোট ন’টি ম্যাচ আয়োজিত হলেও দুর্ভাগ্যবশত তাতে নেই কেকেআরের কোনও ম্যাচ। অর্থাৎ ইডেনে বসে মর্গ্যানদের খেলা দেখতে পারবেন না নাইটভক্তরা।
[আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে জোড়া ‘বোনাস’ ভারতের, লর্ডসে কিউয়িদের মুখোমুখি বিরাটরা]
করোনা আবহে নানান টালবাহানার পর আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল গতবারের আইপিএল। এবার দেশের মাটিতে আয়োজিত হলেও প্রথমদিকে কোনও দর্শককেই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরবর্তীতে অবশ্য মাঠে দর্শকদের প্রবেশের বিষয়ে ভাবনাচিন্তা করবে বোর্ড। এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে।
[আরও পড়ুন: টেস্ট অভিষেকের ৫০ বছর, সুনীল গাভাসকরকে অনন্য সম্মান জানাল BCCI]
চলুন একনজরে দেখে নেওয়া যাক কবে কার বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স:
১১ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা) : হায়দরাবাদ বনাম কলকাতা (চেন্নাই)
১৩ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম মুম্বই (চেন্নাই)
১৮ এপ্রিল (বিকেল সাড়ে ৩টে): ব্যাঙ্গালোর বনাম কলকাতা (চেন্নাই)
২১ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম চেন্নাই (মুম্বই)
২৪ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা): রাজস্থান বনাম কলকাতা (মুম্বই)
২৬ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা): পাঞ্জাব বনাম কলকাতা (আহমেদাবাদ)
২৯ এপ্রিল (সন্ধ্যে সাড়ে ৭টা): দিল্লি বনাম কলকাতা (আহমেদাবাদ)
৩ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম ব্যাঙ্গালোর (আহমেদাবাদ)
৮মে (বিকেল সাড়ে ৩টে): কলকাতা বনাম দিল্লি (আহমেদাবাদ)
১০ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): মুম্বই বনাম কলকাতা (বেঙ্গালুরু)
১২ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): চেন্নাই বনাম কলকাতা (বেঙ্গালুরু)
১৫ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম পাঞ্জাব (বেঙ্গালুরু)
১৮ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম রাজস্থান (বেঙ্গালুরু)
২১ মে (সন্ধ্যে সাড়ে ৭টা): কলকাতা বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)