shono
Advertisement
Ind vs Ban test

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, প্রথম একাদশে থাকবেন রাহুল?

২৭ সেপ্টেম্বর কানপুরে খেলা হবে ভারত বনাম বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 12:52 PM Sep 22, 2024Updated: 12:52 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছেন রোহিত শর্মারা। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে কানপুরে। সেই ম্যাচের জন্য একই স্কোয়াড ধরে রাখলেন নির্বাচকরা। অনেকে অনুমান করেছিলেন হয়তো বিশ্রাম দেওয়া হবে জশপ্রীত বুমরাহকে। কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে তারকা পেসারকে।

Advertisement

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে খেলা হবে ভারত বনাম বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেন ইন ব্লুর তিন তারকা। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ও শুভমান গিল তিন অঙ্কের রানে পৌঁছেছেন। শতরানের পর বল হাতেও ম্যাজিক দেখিয়েছেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে একাই শেষ করে দেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতেই।

দুরন্ত পারফর্ম করা অশ্বিনকে কানপুর টেস্টে খেলানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। শোনা যাচ্ছে, প্রশ্ন উঠছে কে এল রাহুলের পারফরম্যান্স নিয়েও। তাঁর পরিবর্ত হিসাবে সরফরাজ খানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে এমন জল্পনাও ছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। সিরিজের প্রথম টেস্ট জিতে আপাতত ৭১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। পরের ম্যাচ জিতে নিয়ে পয়েন্টের হার আরও উন্নত করে নিতে চাইবে রোহিত ব্রিগেড।

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ, জশপ্রীত বুমরাহ, যশ দয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেন ইন ব্লুর তিন তারকা।
  • দুরন্ত পারফর্ম করা অশ্বিনকে কানপুর টেস্টে খেলানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।
  • সিরিজের প্রথম টেস্ট জিতে আপাতত ৭১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।
Advertisement