shono
Advertisement

যৌন কেলেঙ্কারি রুখতে কড়া গাইডলাইন আনছে BCCI! চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে

কিছুদিন আগেই যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে বোর্ডের এক শীর্ষকর্তাকে।
Posted: 02:52 PM Sep 08, 2021Updated: 03:38 PM Sep 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতে বহু আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে বিসিসিআইয়ের (BCCI) অন্দরে। ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকেও পুরোপুরি মুক্ত নয় ভারতীয় ক্রিকেট। ঘটনাচক্রে আর্থিক দুর্নীতি বা ম্যাচ গড়াপেটা বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে, অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে বোর্ডের স্পষ্ট গাইডলাইনও আছে। কিন্তু, যৌন কেলেঙ্কারি সংক্রান্ত কোনও অভিযোগ উঠলে, অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে? বা কীভাবে তদন্ত এগবে এসব নিয়ে স্পষ্ট কোনও গাইডলাইন বোর্ডের নেই।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সৌরভ (Sourav Ganguly) জমানায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সেই গাইডলাইনই প্রণয়ণ করতে চলেছে বোর্ড। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটে যৌন কেলেঙ্কারি রুখতে স্পষ্ট গাইডলাইন তৈরি করবে বিসিসিআই। আগামী ২০ সেপ্টেম্বর বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সত্যি বলতে, এতদিন ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) সেভাবে যৌন হেনস্তার অভিযোগ ওঠেনি। সেকারণেই এই ধরনের কোনও আইনের প্রয়োজনীয়তা বোধ করেনি বোর্ড। কিন্তু সম্প্রতি বিসিসিআইয়ের প্রাক্তন সিইও রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এবং তিনি ইস্তফাও দেন। তারপরই যৌন কেলেঙ্কারি রুখতে আইন আনার প্রয়োজনীয়তা বোধ করা শুরু করেছে বোর্ড।

[আরও পড়ুন: তালিবান সংকটের মধ্যেই ভারতে রাশিয়ার মুখ্য নিরাপত্তা উপদেষ্টা, সাক্ষাৎ অজিত ডোভালের সঙ্গে]

আগামী ২০ সেপ্টেম্বর বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। করোনা মহামারীর জেরে প্রায় দুই মরশুম ঘরোয়া ক্রিকেটের বহু ম্যাচ বাতিল করতে হয়েছে। ফলে আর্থিকভাবে বড়সড় ক্ষতি হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের। সেইসব ক্রিকেটারদের এবার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করছে বোর্ড।

[আরও পড়ুন: Coronavirus Update: দেশে একদিনে কোভিডে মৃত ৩৬৯, টিকাকরণের সংখ্যা ৭০ কোটি পার]

এর পাশাপাশি, আমিরশাহীতে (UAE) আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলা আইপিএল (IPL) নিয়েও বিস্তারিত আলোচনা হবে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। সেই সঙ্গে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও কথাবার্তা হবে। তবে, বোর্ডের শীর্ষকর্তাদের বৈঠকে মূল আলোচ্যই হবে যৌন হেনস্তা বিরোধী গাইডলাইন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement