shono
Advertisement

Breaking News

বিসিসিআই থেকে ছেঁটে ফেলা হল অনুরাগ ঘনিষ্ঠদের

রবিবারই পদত্যাগপত্র জমা দেন তিনি বলে খবর৷ The post বিসিসিআই থেকে ছেঁটে ফেলা হল অনুরাগ ঘনিষ্ঠদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Feb 06, 2017Updated: 10:54 AM Feb 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই যেন চোরা বালিতে তলিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্যরা৷ লোধা কমিটির সুপারিশ না মানায় আগেই সভাপতি এবং সচিব পদ থেকে অনুরাগ ঠাকুর, অজয় শিরকেকে বহিষ্কৃত করেছিল সুপ্রিম কোর্ট৷ এবার কোপ পড়ল তাঁদের ঘনিষ্ঠদের উপর৷

Advertisement

(এবার কোম্পানির থেকে উপহার নিলেই দিতে হবে কর!)

বহিষ্কৃত প্রেসিডেন্ট এবং সচিব যে সমস্ত কর্মীদের নিয়োগ করেছিলেন, সোমবার তাঁদেরও ছেঁটে ফেলল বোর্ডের প্রশাসনিক কমিটি৷ যা খবর, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রশাসনিক কমিটি (সিওএ) তৈরি হয়েছে, তার সদস্যরা পয়লা ফ্রেব্রুয়ারি বৈঠকে বসেছিলেন৷ সেখানেই নাকি ঠিক হয়, অনুরাগ-শিরকের অফিসের সঙ্গে যুক্ত যে সব কর্মী বিসিসিআইয়ে রয়েছেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে৷ বৈঠকে ঠিক হয়, তাঁদের পরিবর্তে আপাতত নতুন কাউকে নিয়োগ করা হবে না৷ আইপিএলের জন্য নতুন ব্যক্তিকে নেওয়া হবে৷ তবে তা চার মাসের জন্য৷

(ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার)

হায়দরাবাদে বৃহস্পতিবার থেকে ভারত-বাংলাদেশে টেস্ট শুরু৷ বিরাটরা সোমবারই শহরে চলে এসেছেন৷ তারই মধ্যে পদত্যাগ করলেন দলের মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরা৷ রবিবারই তিনি পদত্যাগপত্র জমা দেন বলে খবর৷ অনুরাগ ঠাকুরের কাছে দলের সব খবর ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল মিডিয়া ম্যানেজারের বিরু‌দ্ধে৷ ড্রেসিং রুমের কথাবার্তা ফাঁস হচ্ছে অর্থাৎ নিশান্ত এখানে অনুরাগের হয়ে চরবৃত্তি করছেন, এমনই অভিযোগ জানিয়েছিলেন ক্রিকেটাররা৷ ইংল্যান্ড সিরিজ চলাকালীনও নাকি কোচ কুম্বলের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব তৈরি করতে চেয়েছিলেন৷ ক্রিকেটাররা একজোট থাকায় সেটা হয়নি৷ নিশান্ত যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন৷

(জানেন, বড়পর্দায় যুবরাজের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন কে?)

The post বিসিসিআই থেকে ছেঁটে ফেলা হল অনুরাগ ঘনিষ্ঠদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement