shono
Advertisement

Breaking News

সেনা আধিকারিক হিসেবে নয়া ইনিংস শুরু অনুরাগের

প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি৷
Posted: 02:12 AM Jul 28, 2016Updated: 08:42 PM Jul 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি ও ক্রিকেটের দুনিয়ার জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুর৷ বিজেপি সাংসদ তথা বিসিসিআই সভাপতি হিসেবেই তিনি পরিচিত৷ এবার সেনা আধিকারিক হিসেবে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷

Advertisement

প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি৷ হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সেনায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি৷ ভোপালে হওয়া প্রশিক্ষণ ও চণ্ডীগড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ বছরের অনুরাগ৷ আর পাঁচজন সেনা আধিকারিকের মতো তাঁকেও নিয়মিত কিছু ট্রেনিং করতে হবে৷ বছরে এক মাস টেরিটোরিয়াল সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ জরুরিকালীন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয় এই বিভাগের জওয়ানদেরও৷

সেনাবাহিনীর সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত অনুরাগ৷ তাঁর ঠাকুরদার মতো ছোটবেলায় তিনিও সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখতেন৷ তবে পরবর্তীকালে তা হয়ে ওঠেনি৷ অনুরাগ বলছেন, “নিজেকে মিলিটারি পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার৷ সেই স্বপ্ন সার্থক হয়েছে৷ এবার দেশকে সেবা করতে পারব৷ প্রশিক্ষণের অপেক্ষায় রয়েছি৷” নয়া ইনিংসে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement