shono
Advertisement

প্রয়োজনে খেলা হবে পরিবেশ-বান্ধব মাঠে, সূচিমতোই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাটরা!

এই সিরিজ আয়োজনে মরিয়ে দুই দেশের বোর্ডই। The post প্রয়োজনে খেলা হবে পরিবেশ-বান্ধব মাঠে, সূচিমতোই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাটরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM May 09, 2020Updated: 12:55 PM May 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরছে ক্রিকেট। করোনার রক্তচক্ষু উপেক্ষা করে নির্ধারিত সূচি মেনেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের (BCCI) এক সুত্র। করোনার আর্থিক ধাক্কা সামলাতে সময়মতো এই সিরিজ আয়োজনে মরিয়ে দুই দেশের বোর্ডই। সেজন্য প্রয়োজনে খেলানো হবে পরিবেশ বান্ধব স্টেডিয়ামে।

Advertisement

এ বছর অক্টোবরে ব্র্যাডম্যানের দেশে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করার কথা টিম ইন্ডিয়ার। ডিসেম্বরে রয়েছে টেস্ট সিরিজ। কিন্তু করোনার জেরে নির্ধারিত সূচিতে আদৌ খেলা যাবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন ছিল। ততদিনেও পরিস্থিতি স্বাভাবিক হবে নাকি সেই সময়ও কোহলিদের বিদেশ সফরের উপর বিধিনিষেধ জারি থাকবে, সে উত্তর এখনও অজানা। তবে, এসবের মধ্যেও ভারতীয় বোর্ডের সুত্র জানিয়ে দিল, পরিস্থিতি যাই হোক অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন বিরাটরা। যদি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়, তাহলে টি-টোয়েন্টির পরই টানা টেস্ট সিরিজও খেলে নেবে ভারত। প্রয়োজনে পরিবেশ বান্ধব স্টেডিয়ামে খেলানো হবে ম্যাচগুলি।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে মরিয়া ভারত, প্রয়োজনে ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকবেন কোহলিরা!]

জাতীয় দলের নির্বাচক প্রধান সুনীল যোশিও চাইছিলেন টি-২০ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরুক ভারত, বোর্ডও সেটাই চাইছে। ছোট ফরম্যাট দিয়ে ক্রিকেট শুরু হলে ক্রিকেটারদের ফিটনেসের সমস্যা হবে না। তাই এই সিরিজ সময়মতো হওয়াতে চাইছে বিসিসিআই। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) ভাবছে এই সিরিজের আর্থিক দিক। সিরিজটি নাহলে অন্তত ৩০ কোটি ডলার লোকসান হবে অজি বোর্ডের। সেকারণে যে কোনও মুল্যে তাঁরা সিরিজ আয়োজনে মরিয়া। এমনকী, ভারতীয় ক্রিকেটারদের যদি অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হয়, তাতেও আপত্তি নেই দুই বোর্ডের। গত মার্চে দক্ষিণ আফ্রিকা এসেছিল ভারত সফরে। যদিও করোনার কোপে সে সিরিজ শেষমেশ বাতিল হয়ে যায়। ব্যস, তারপর থেকে গৃহবন্দি ক্রিকেটাররা। মারণ ভাইরাসের জেরে স্তব্ধ খেলার দুনিয়া। এতদিন বাদে ক্রিকেট দেখার আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

The post প্রয়োজনে খেলা হবে পরিবেশ-বান্ধব মাঠে, সূচিমতোই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাটরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement