shono
Advertisement

টানা ১৫ মাস খেলা, টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই

দেখে নিন পূর্ণাঙ্গ সূচি।
Posted: 03:54 PM Feb 06, 2021Updated: 08:57 PM Feb 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কোপে ২০২০ সালের অনেকখানি সময় মাঠের বাইরে কেটেছে টিম ইন্ডিয়ার। আর সেই জন্যই ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ক্রিকেট খেলবেন বিরাট কোহলিরা। আগেই এ ইঙ্গিত দিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হল। যাতে দেখা যাচ্ছে, আগামী ১৫ মাস লাগাতার খেলতে হবে ভারতীয় দলকে।

Advertisement

গত বছর অতিমারীর জেরে বাতিল ও স্থগিত হয়ে গিয়েছিল একাধিক টুর্নামেন্ট এবং সিরিজ। এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সবই পিছিয়ে গিয়েছে। সেই সব হাই ভোল্টেজ টুর্নামেন্ট হওয়ার কথা চলতি বছর। সেই সঙ্গে ভারতকে খেলতে হবে একাধিক স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজও। গত বছরের শেষে অস্ট্রেলিয়া সফর দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে টিম ইন্ডিয়া। আর ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। তারই মধ্যে এবার বিসিসিআই জানিয়ে দিল, ১৫ মাস টানা খেলতে হবে কোহলি অ্যান্ড কোংকে। ২০২৩ সাল পর্যন্ত কী কী টুর্নামেন্ট ও সিরিজ খেলবে দল? চলুন দেখে নেওয়া যাক।

[আরও পড়ুন: এবারের আইপিএলের নিলামে উঠছেন শ্রীসন্থ, অর্জুন তেণ্ডুলকর, নাম প্রত্যাহার রুট-স্টার্কের]

২০২১-এর এপ্রিল থেকে মে:
আইপিএল
২০২১-এর জুন থেকে জুলাই:
১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
২. ভারত বনাম শ্রীলঙ্কা (তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
৩. এশিয়া কাপ
২০২১-এর জুলাই
ভারত বনাম জিম্বাবোয়ে (তিনটি ওয়ানডে)
২০২১-এর জুলাই থেকে সেপ্টেম্বর:
ভারত বনাম ইংল্যান্ড (৫টি টেস্ট)
অক্টোবর ২০২১:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
অক্টোবর থেকে নভেম্বর ২০২১:
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২১:
ভারত বনাম নিউজিল্যান্ড (দু’টি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)

২০২২-এর জানুয়ারি থেকে মার্চ:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে)

এপ্রিল থেকে মে ২০২২:
আইপিএল
জুন ২০২২:
কোনও সিরিজ বা টুর্নামেন্ট নেই

জুলাই থেকে আগস্ট ২০২২:
ভারত বনাম ইংল্যান্ড (৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
সেপ্টেম্বর ২০২২:
এশিয়া কাপ
অক্টোবর থেকে নভেম্বর ২০২২:
অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২২:
ভারত বনাম বাংলাদেশ (২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৫টি ওয়ানডে)

[আরও পড়ুন: কৃষি আইন সমর্থনের জের! কোচিতে কালিমালিপ্ত শচীনের ছবি, অভিযুক্ত যুব কংগ্রেস কর্মীরা]

জানুয়ারি ২০২৩:
ভারত বনাম নিউজিল্যান্ড (৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি)
ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৩:
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement