shono
Advertisement

T-20 বিশ্বকাপে নেই কোহলি? তৈরি বিকল্পও! বিরাট ভবিষ্যৎ নিয়ে আলোচনায় কর্তারা

আর কি টি-টোয়েন্টিতে দেখা যাবে না কোহলিকে?
Posted: 02:50 PM Dec 07, 2023Updated: 07:50 PM Dec 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) নাকি আর প্রথম পছন্দ নয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তারা কোহলির সঙ্গে দ্রুত আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। সর্বভারতীয় স্তরের একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গা পাকা নয়। 
প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা (Rohit Sharma), হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) পাঁচ ঘণ্টা ধরে বৈঠক করেন। এই বেঠকে বার্তা দেওয়া হয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ফোকাস তাঁদের। বিশ্বকাপের আগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ পাচ্ছে ভারত। তার মধ্যে তিনটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাকি তিনটি আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে। 

Advertisement

[আরও পড়ুন: শাহিনদের পর রিঙ্কুরাও! মাথায় সুটকেস বইতে হল ভারতীয় ক্রিকেটারদের, ভাইরাল ভিডিও]

এদিকে কোহলি, রোহিত এবং বুমরাহ দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন। এর অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগঠনের আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পাওয়া যাচ্ছে। সেই প্রতিবেদন অনুযায়ী, রোহিত ও বুমরাহ প্রথম একাদশে পাকা। কিন্তু কোহলির জায়গা পাকা একথা এখনই বলা সম্ভব নয়। মিটিংয়ে উপস্থিত বোর্ড কর্তারা রোহিতকে জানিয়েছেন, তাঁরা চান বিশ্বকাপে ‘হিটম্যান’ই দলকে নেতৃত্ব দিন। রোহিত এবং কোহলি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর নামেননি। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রোহিত দারুণ ছন্দে ধরা দেন। কোহলিও বিশ্বকাপে রেকর্ড গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে সাতশোর বেশি রান করে নজির গড়েন বিরাট। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গা পাকা নয় বলে মনে করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা জানিয়েছেন, প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারবে এমন কাউকে চাইছেন তাঁরা। তিন নম্বরের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে ঈশান কিষাণকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজে ঈশান কিষাণ ভালো ইনিংস খেলেন।
তবে আইপিএল রয়েছে এখনও। যে ফরম্যাটে কোহলিকে নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে, সেই টি-টোয়েন্টিতেও কিন্তু কোহলির সাফল্য রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে ওপেন করেন কোহলি। কিন্তু টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট তো প্রায় পাকা। রোহিত খেললে তাঁর সঙ্গে অন্য কাউকে জুড়ে দেওয়া হবে ওপেনিং স্লটে।
কোহলির সঙ্গে বোর্ডের সিনিয়র সদস্যরা দ্রুতই আলোচনায় বসবেন। কোহলির কাছ থেকে জানতে চাইবেন টি-টোয়েন্টি নিয়ে তাঁর ভাবনা কী। তবে দেশের ক্রিকেটমহলের মনে উঠছে প্রশ্ন, টি-টোয়েন্টিতে কি আর দেখা যাবে কোহলিকে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

[আরও পড়ুন: সতীর্থদের সঙ্গে ঝগড়া, সিনিয়রদেরও সম্মান করে না, গম্ভীরকে তোপ শ্রীসন্থের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement