সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারিতে তিনি কোনওভাবেই যুক্ত নন। বিবৃতি দিয়ে দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা। তাঁর দাবি, যে সংস্থা এই পিএফ কেলেঙ্কারিতে জড়িয়েছে, সেই সংস্থার সঙ্গে তাঁর কোনও সক্রিয় যোগাযোগ নেই। বরং তিনিও ওই সংস্থার বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন।
স্ট্রবেরি লেন্সারিয়া প্রাইভেট লিমিটেড নামক বেঙ্গালুরুর একটি কোম্পানির ডিরেক্টর উথাপ্পা। অভিযোগ সেই কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা বকেয়া অর্থ জমা করেনি। কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি প্রাক্তন কেকেআর ব্যাটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রকাশ্যে আসতেই উথাপ্পা জানিয়ে দিলেন, ওই সংস্থার সঙ্গে কোনও সক্রিয় যোগাযোগ নেই তাঁর।
উথাপ্পার দাবি, তিনি ওই সংস্থায় কিছু টাকা বিনিয়োগ করেছিলেন। সেকারণেই ২০১৮-১৯ সালে ওই সংস্থা তাঁকে ডিরেক্টর নিয়োগ করে। কিন্তু নিজের ব্যস্ততার কারণে কোনওদিনই সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হননি তিনি। ক্রিকেট, ধারাভাষ্য এবং টিভির অন্যান্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে সংস্থার কাজকর্মের খোঁজখবর রাখা সম্ভবও ছিল না। তাছাড়া এ বিষয়ে তিনি বিশেষজ্ঞও নন। তাই সংস্থার নিত্যদিনের কাজকর্মেরও খবর তিনি রাখতেন না।
উথাপ্পার বক্তব্য, ওই সংস্থাটি তাঁর প্রাপ্য টাকাও মেটায়নি। সেজন্য সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপও করেন। যা এখন বিচারাধীন। প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ড কর্তারা তাঁর অফিসে যোগাযোগ করলে তিনি সব তথ্য দিয়েছেন। জানিয়েছেন সংস্থার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে আইনি পথেই হাঁটবেন তিনি।