সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত অনেকটাই সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। শারীরিক আর কোনও সমস্যা অনুভব করছেন না। এর মধ্যে সব ঠিকঠাক থাকলে বুধবারই বাড়ি ফিরে যাবেন।
এদিন দুপুরেই উডল্যান্ডস হাসপাতালে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। তাতে ৯ জন সদস্য ছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠী, চিকিৎসক রমানাথ পাণ্ডা, চেন্নাইয়ের স্যামুয়েল ম্যাথু। এছাড়াও ছিলেন আরও দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকরা জানান, সৌরভ (Sourav Ganguly) আগের তুলনায় অনেকটাই সুস্থ। মঙ্গলবার দেবী শেঠী এবং তাঁর মেডিক্যাল টিম এসে আরেক দফা মহারাজের শারীরিক পরীক্ষা করবেন। তারপরই দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে মহারাজকে। মেডিক্যাল বোর্ড সর্বসম্মতিভাবেই ঠিক করেছে, বাকি দু’টি ব্লকেজ দূর করতে এখনই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। তাঁকে কিছুদিন বাড়িতে রাখা হবে। সেখানেই নিয়মিত তাঁর শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন চিকিৎসকরা। তা দেখার পরেই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
[আরও পড়ুন: মুকুটে নয়া পালক, ফুটবল সম্রাট পেলের বিরল রেকর্ড ভাঙলেন রোনাল্ডো]
এদিকে, সৌরভের সঙ্গে দেখা করতে সারাদিনই হাসপাতালে যাচ্ছেন বিশিষ্টরা। কিন্তু মাইল্ড হার্ট অ্যাটাক থেকে সদ্য সেরে ওঠা রোগীর সঙ্গে সব সময় দেখা করার অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। তাঁর পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। আর সেই কারণেই হাসপাতালে তৈরি হয়েছে সৌরভ গাঙ্গুলি লাউঞ্জ। যাঁরা মহারাজের শারীরিক পরিস্থিতি জানতে হাসপাতালে আসছেন, তাঁদের সেখানেই বসতে দেওয়া হচ্ছে। সৌরভ কেমন আছেন, জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরাই। চা-কফির ব্যবস্থাও করা হচ্ছে।
চিকিৎসকদের কথায়, এই মুহূর্তে সারাদিন ধরে সৌরভের কাছে ভিজিটররা গেলে তাঁর বিশ্রামে ব্যাঘাত হবে। তাই এই বিশেষ ব্যবস্থা। তাছাড়া সব ঠিক থাকলে বুধবারই বাড়ি ফিরে যেতে পারবেন দেশের প্রাক্তন অধিনায়ক। তখন বন্ধুমহল ও সহকর্মীরা অনায়াসেই দেখা করতে পারবেন দাদার সঙ্গে। আপাতত দাদার যে আর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন নেই, এটা জেনেই স্বস্তিতে তাঁর অনুরাগীরা।