shono
Advertisement

রবিবার হঠাৎই রাজভবনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়, জল্পনা তুঙ্গে

কেন আচমকা রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন তিনি? পড়ুন।
Posted: 04:52 PM Dec 27, 2020Updated: 05:22 PM Dec 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আচমকাই রাজভবনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দেখা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। কিন্তু কেন হঠাৎ এদিন রাজভবনে গেলেন তিনি? এই নিয়ে ইতিমধ্য়েই জল্পনা তুঙ্গে।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্য়ায় কি রাজনীতিতে যোগ দেবেন? এক নয়, একাধিকবার এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে উঠেছে। কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। ক্রিকেটের সঙ্গেই যে যুক্ত থেকে তিনি খুশি, সে কথাই বারবার নিজের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন। কিন্তু নির্বাচনের আগে দলবদলের মরশুমে হঠাৎই তাঁর রাজভবন আগমনে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

[আরও পড়ুন: দশকের সেরা টি-২০ ও ওয়ানডে একাদশ ঘোষণা ICC’র, দুটি দলেরই অধিনায়ক ধোনি]

আসলে সৌরভ যে বিজেপিতে যোগ দিতে পারেন, এরকম জল্পনা রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই চলছে। এমনকী এও শোনা গিয়েছিল, বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন বিসিসিআই সভাপতি। কিন্তু এ নিয়ে কখনওই কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ। শোনা যাচ্ছে, ডুমুরজলার জনসভা থেকেই মুখ্য়মন্ত্রীর মুখ হিসেবে কারও নাম ঘোষণা করতে পারে বিজেপি। এমন পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্য়ায় রাজভবনে আগমনের বিষয়টি রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

একইসঙ্গে উঠে আসছে আরও একটি বিষয়। দিন কয়েক আগেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। তাঁর প্রতি দলের আচরণে দুঃখপ্রকাশ করেছিলেন। নাম না করে যে তৃণমূল তাঁকেও ‘বহিরাগত’ তকমা দিচ্ছে, তেমন ইঙ্গিতও দেন বৈশালী। এককথায় তাঁর গলাতেও দলবিরোধিতার সুরই ফুটে উঠেছিল। আর প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যার সঙ্গে সৌরভের সূসম্পর্ক দীর্ঘদিনের। একপ্রকার পারিবারিক বন্ধুও তাঁরা। তাই বৈশালীর রাজভবন আসার দিন কয়েক পরই সৌরভের আগমনে নতুন করে সমীকরণ বদলের সম্ভাবনাও তৈরি হয়েছে। এবার দেখার সৌরভ বা রাজ্যপাল এনিয়ে মুখ খোলেন কি না।

[আরও পড়ুন: গ্যালারি থেকে নাম না সরালে আইনি পদক্ষেপ! DDCA’কে চূড়ান্ত হুঁশিয়ারি বিষেণ সিং বেদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার