সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরোপুরি করোনামুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার থেকেই রিয়ালিটি শো ‘দাদাগিরি’র শুটিং শুরু করলেন তিনি। প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকার পর ফের শুরু হল দাদাগিরির শুটিং।
সৌরভের করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর যেমন তাঁর অনুরাগীদের চিন্তায় রেখেছিল, তেমনি চিন্তায় রেখেছিল ব্যবসায়ীকভাবে তাঁর সঙ্গে যুক্ত সংস্থাগুলিকেও। কারণ, তিনি একাধারে বিসিসিআই সভাপতি, জনপ্রিয় রিয়ালিটি শো’র সঞ্চালক এবং বহু নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পুরোপুরি করোনামুক্ত হওয়ার পর প্রায় দু’সপ্তাহ বাদে নিজের কর্মব্যস্ত জীবনে ফিরে এলেন দাদা। ফের শুরু করলেন ‘দাদাগিরি’র নবম সিজনের (Dadagiri) শুটিং। সৌরভ করোনা আক্রান্ত হওয়ায় বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল ‘দাদাগিরি’র প্রযোজক-পরিচালকদের। শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দাদাগিরির দু’সপ্তাহের এপিসোড ব্যাংকিং করা আছে। যা শেষ হচ্ছে চলতি সপ্তাহেই। স্বাভাবিকভাবেই সৌরভ শুটিং ফ্লোরে ফেরায় স্বস্তি ফিরল ‘দাদাগিরি’র সংসারেও।
[আরও পড়ুন: অবশেষে সাইনার সঙ্গে ‘বদ রসিকতা’ করার জন্য ক্ষমা চাইলেন অভিনেতা সিদ্ধার্থ]
হোম আইসোলেশনে থাকাকালীন গত কয়েকদিন ভারচুয়াল মাধ্যমেই কাজকর্ম করছিলেন ‘মহারাজ’। বিসিসিআইয়ের (BCCI) বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন ভারচুয়াল মাধ্যমেই। এমনকী মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেও ভারচুয়াল মাধ্যমেই অংশগ্রহণ করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবারই প্রথমবার বাড়ির বাইরে পা রাখলেন সৌরভ। এরপর ধীরে ধীরে বিসিসিআইয়ের কাজকর্মেও সক্রিয় হবেন বোর্ড প্রেসিডেন্ট।
[আরও পড়ুন: আইপিএলের নয়া দুই ফ্র্যাঞ্চাইজিকে ছাড়পত্র দিল BCCI, ঘোষিত নিলামের দিনক্ষণও]
গত বছরের শেষে করোনা আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হতে হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। অ্যান্টিবডি ককটেল থেরাপি, স্টিম থেরাপি শেষে চারদিন পর হাসপাতাল থেকে ছুটি পান দাদা। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পেরেছিলেন, তাঁর শরীরে ওমিক্রন নয়, করোনার আরেক প্রজাতি ডেল্টা প্লাস বাসা বেঁধেছে। তার পর থেকে বেহালায় নিজের বাড়িতে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। বুধবার থেকে ফের কর্মব্যস্ত জীবনে ফিরছেন ‘দাদা’। প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভের পর তাঁর পরিবারের একাধিক সদস্যও মারণ ভাইরাসের কবলে পড়েন। আক্রান্ত হন তাঁর মেয়ে সানাও। মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।