shono
Advertisement

বিশ্রামে সৌরভ, আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি এবার জয় শাহ

সৌরভ সম্পর্কে ভুল খবর ছড়িয়ে পড়ে দেশের ক্রিকেট মহলে।
Posted: 10:53 PM Jan 10, 2021Updated: 11:22 PM Jan 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক– সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নন, আইসিসি-র (ICC) বোর্ড মিটিংয়ে বিসিসিআই-এর (BCCI) প্রতিনিধি সচিব জয় শাহ (Jay Shah)। চলতি মাসের শেষের দিকে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই বোর্ড মিটিং।

Advertisement

নিয়ম অনুযায়ী, আইসিসি-র সদস্য ভুক্ত দেশগুলির ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টই বোর্ড মিটিংয়ে প্রতিনিধিত্ব করেন। এতদিন পর্যন্ত সৌরভই প্রতিনিধিত্ব করে এসেছেন। কিন্তু ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। যদিও হাসপাতাল থেকেই আইপিএল গভর্নিং কাউন্সিলের ভারচুয়াল বৈঠক করেন দেশের প্রাক্তন অধিনায়ক। বৈঠকে নিজের মতামতও রাখেন তিনি। কিন্তু হাসপাতালের পোশাকে অসুস্থ শরীরে শুয়ে রয়েছেন সৌরভ, সেটা দেখাতে চাননি বোর্ড সভাপতি। তাই ভিডিয়ো অফ করে রেখেছিলেন তিনি। চালু ছিল কেবল অডিও। এমনই সৌরভ। অসুস্থ অবস্থাতেও কাজে বিরাম নেই। মহারাজের শারীরিক অবস্থা দেখার পরে ডা. দেবী শেঠী জানিয়ে দিয়েছিলেন, সৌরভ পুরোদস্তুর সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি। বিশিষ্ট চিকিৎসক জানিয়েছিলেন, সৌরভ চাইলে ক্রিকেট খেলতে বা ম্যারাথনেও নামতে পারেন। কিংবা প্লেন ওড়াতেও বাধা নেই। 

[আরও পড়ুন: সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের ঘটনার তদন্তে ICC, ক্ষোভ উগরে দিলেন কোহলিও‌]

বাড়িতে এখন বিশ্রামে সৌরভ। সেই কারণে দেশের প্রাক্তন অধিনায়কের পরিবর্তে জয় শাহ যাচ্ছেন আইসিসি-র মিটিংয়ে। দেশের ক্রিকেটমহলে এই খবরই ছড়িয়ে পড়েছিল অন্য ভাবে। সৌরভ নন, এবার থেকে আইসিসি-তে প্রতিনিধিত্ব করবেন জয়- ছড়িয়ে পড়া এই খবরে তৈরি হয় আলোড়ন। বোর্ডের তরফে কোষাধ্যক্ষ অরুণ ধুমল অবশ্য জানিয়ে দেন, ”দাদা সদ্য হাসপাতাল থেকে ফিরেছে। বিশ্রামে থাকতে বলা হয়েছে ওকে। এই পরিস্থিতিতে আইসিসি-র পরবর্তী বোর্ড মিটিংয়ে প্রতিনিধি হিসেবে যাচ্ছে আমাদের সচিব।” জয় শাহ বোর্ড মিটিংয়ে যাচ্ছেন তাই আইসিসির চিফ এক্সিকিউটিভদের মিটিংয়ে আগে উপস্থিত ছিলেন অরুণ ধুমল।

এই বছরই ভারতের মাটিতে গড়াতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল। ভারত যাতে কর ছাড় পায়, সেই জন্যই সরকারের সঙ্গে কথা বলবেন জয় এবং ধুমল। এমন খবরই জানা গিয়েছে। 

[আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ, তার আগে কী বললেন এটিকে মোহনাবাগান কোচ?‌]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement