সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি বনাম ভারতীয় বোর্ডের লড়াই এবার আরও প্রকট হয়ে উঠল৷ শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর৷ বলেন, বোর্ডে যখন তাঁকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন ডুবন্ত জাহাজ ফেলে ক্যাপ্টেনের চলে যাওয়ার মতো সবাইকে ছেড়ে মনোহর চলে গিয়েছিলেন! শুধু তাই নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের নাম তুলে নেওয়ার হুমকিও দিল বোর্ড৷
সম্প্রতি দুবাইয়ের বৈঠকে আইসিসি-র ফিনান্স কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই-কে৷ যাতে বেশ ক্ষুব্ধ বোর্ড৷ বোর্ড সচিব অজয় শিরকে এই বিষয়টি উল্লেখ করে বলেন, “ফিনান্স, কমার্স আর চিফ এক্সিকিউটিভ কমিটিতেই সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়৷ অথচ এসব কমিটিতেই কোনও ভারতীয় প্রতিনিধি থাকবে না৷ এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক৷ আমরা আইসিসি-কে বিষয়টি শুধরে নিতে বলব৷ আর তা না হলে বিশ্বের বাজারে কীভাবে ভারতীয় ক্রিকেটকে আটকানো যায়, তার ব্যবস্থা করব৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে না খেলিয়ে অথবা অন্য কোনও উপায়ে এ কাজ করা হবে৷ দেখি কী সিদ্ধান্ত নেওয়া হয়৷” নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের আরেক আধিকারিকের বক্তব্য, যেখানে আইসিসি-র ৭০ শতাংশ আয় হয় বিসিসিআই-এর মাধ্যমে, তবে ফিনান্স কমিটিতে ভারতীয় বোর্ডকে কেন বাদ দেওয়া হচ্ছে?
সম্প্রতি দু’টি বিষয় নিয়ে বোর্ড-আইসিসি ধুন্ধুমার বেধেছে৷ একটি হল, ইংল্যান্ডে আসন্ন চাম্পিয়ন্স ট্রফিতে তিন গুণ বেশি বাজেটের প্রস্তাব দেওয়া৷ অন্যটি দুই স্তরের টেস্ট ক্রিকেট৷ ভারতে টি-২০ বিশ্বকাপে আইসিসি যে বাজেট রেখেছিল, ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই বাজেট তিনগুণ বাড়িয়েছে আইসিসি৷ আর তাতেই চটেছেন অনুরাগরা৷ টি-২০ বিশ্বকাপে যেখানে ৫৮টি ম্যাচ হয়েছিল, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হওয়ার কথা ১৫টি ম্যাচ৷ ভারতে আটটি ভেন্যুতে খেলা হয়েছে, ইংল্যান্ডে হবে তিনটি ভেন্যুতে৷ বোর্ডের প্রশ্ন, তাহলে এত বেশি খরচ কেন?