সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় রিকার্ভ দলে সুযোগ পেলেন বাংলার জুয়েল সরকার। মালদহের বাসিন্দা এই তরুণ তিরন্দাজ বর্তমানে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন করেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চাইনিজ তাইপেতে এই চ্যাম্পিয়নশিপ চলবে। এই সুযোগের জন্য জুয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সম্প্রতি বেরাজ্য সরকার পরিচালিত বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন করা জুয়েল জাতীয় যুব দলে ডাক পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির জুয়েল সরকার জাতীয় জুনিয়র রিকার্ভ দলে জায়গা পেয়েছে। চাইনিজ তাইপেতে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হতে চলা এশিয়ান যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলবে জুয়েল। জুনিয়র পর্যায়ে এই প্রথম বাংলা থেকে কোনও তিরন্দাজ জাতীয় দলে সুযোগ পেল। এই খবরে আমি গর্বিত কারণ আমাদের সরকারের উদ্যোগে জঙ্গলমহলে এই অ্যাকাডেমি শুরু হয়েছে। আশা করছি, ভবিষ্যতে আরও এমন রত্ন তৈরি হবে এই অ্যাকাডেমিতে। জুয়েল ও এই অ্যাকাডেমিকে শুভেচ্ছা।’
[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন]
জুয়েল জাতীয় যুব দলে ডাক পাওয়ায় খুশি বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি জানিয়েছেন, এই অ্যাকাডেমির জন্য জুয়েলের নির্বাচন গর্বের বিষয়। তিনি আশাবাদী, চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করে জুয়েল রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবেন। অন্যদিকে জুয়েল বলছেন, “দলে ডাক পেয়ে আনন্দিত। প্রতিযোগিতায় ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।”