সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮ তম রাজ্য স্কুল গেমসে দারুণ সাফল্য বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির (Bengal Archery Academy)। মোট ১৮টি পদক পেল এই অ্যাকাডেমির শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে ৪ টি সোনা, ৮টি রুপো, ৬টি ব্রোঞ্চ।
বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন ৬৮ তম জাতীয় স্কুল গেমসে যোগ দিতে যাওয়া বাংলা দলের ৪৮ জন প্রতিযোগির মধ্যে ২৩ জনই এই অ্যাকাডেমির শিক্ষার্থী। জাতীয় গেমসে বাংলা দলে এই অ্যাকাডেমির যে শিক্ষার্থীরা সুযোগ পেয়েছে তারা হলেন, সায়ন সামন্ত, মোঃ কামরান, রাজু সরকার, অভিজিৎ সর্দার, অঞ্জলি কুমারী, অণ্বেষা মন্ডল, পৌলমি বোনু, অরূপ কুজুর, আশু মিনজ, রঞ্জিত খালকো , সাজিয়া কুরেশি, বিদিশা রায়, পিউ রায়, করণ রায়, কাশীরাম হাঁসদা, রঞ্জনা কুমারী, মোঃ রেহান খান, অভিনা রায়, সঞ্জিত মার্ডি, তাপস মাহাতো, অনিমেষ রায়, জোৎস্না হাঁসদা, রেখা মাহাতো।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শিক্ষার্থী, অ্যাকাডেমির কোচ, সাপোর্ট স্টাফ-সহ সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন আসন্ন জাতীয় গেমসেও এই অ্যাকাডেমির শিক্ষার্থীরা বাংলার মুখ উজ্জ্বল করবে। আগামী দিনে আন্তর্জাতিক ক্ষেত্রেও বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির অ্যাথলিটরা সাফল্য পাবেন বলে আশাবাদী কর্মকর্তারা।