shono
Advertisement

COVID-19: সুস্থতার পথে এগিয়ে চলেছে বাংলা, নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি।
Posted: 08:33 PM Apr 19, 2022Updated: 08:44 PM Apr 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? দিল্লিতে যেভাবে লাফিয়ে সংক্রমণ বাড়ছে, তাতে নতুন করে সেই আশঙ্কাই যেন মাথাচাড়া দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত ৬৩২ জন। তবে বাংলার পরিস্থিতি আপাতত অনেকটাই স্বস্তিদায়ক। ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ। করোনাবিধি উঠে গেলেও অবশ্য মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। কারণ ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE।

Advertisement

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৩ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে কমে হয়েছে ০.২৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮৪৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪১ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৩৭৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৪৬ জন। হাসপাতালে ভরতি ২৬ জন করোনা আক্রান্ত।

[আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব-পরপর হারে বিপর্যস্ত গেরুয়া শিবির, কর্মীদের চাঙ্গা করতে বিজেপির ঢালাও কর্মসূচি]

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০০ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৯ হাজার ২৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৪৬ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৯৬ হাজার ৭৯ জন।

[আরও পড়ুন: নেই রোজগেরে ছেলেরা, সরকারি সাহায্য পেয়েও বাঁচার চিন্তায় আকুল নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement