shono
Advertisement

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম এবার শারদীয়া

দেশের পর্যটন মানচিত্রে বাংলা যে এখন একটা নতুন ডেস্টিনেশন, তা দেখাবে পশ্চিমবঙ্গ৷ The post সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম এবার শারদীয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Jan 23, 2017Updated: 10:27 AM Jan 23, 2017

স্টাফ রিপোর্টার: বাংলার কথা, বাঙালির কথা যখনই আসে সবার আগে মনে পড়ে শারদ উৎসবের কথা৷ বছরের এই চার দিন কী করবেন, কী না করবেন না – এই কথা ভেবেই গোটা বছরটা কাটিয়ে দেন প্রবাসী কিংবা আবাসিক বাঙালিরা৷ শুধু বাঙালি নয় বাংলার এই শারদ উৎসব দেশ তথা বিশ্বের কাছেও আকর্ষণের বিষয়৷ সেই কথা মাথায় রেখেই এবার সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথের কুচকাওয়াজে এবার বাংলার থিম শারদ উৎসব৷

Advertisement

রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ দাস বাংলার এই থিমের কথা জানিয়েছেন৷ যেহেতু বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, তাই তাকে গোটা দেশের কাছে আরও বেশি করে তুলে ধরতেই রাজ্যের এই প্রচেষ্টা৷ বাঙালির এই প্রিয় উৎসবের মাধ্যমেই তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে৷ শারদ উৎসব ঘিরে যে উন্মাদনা, তারই একটুকরো ছবি গোটা দেশকে দেখাবে রাজ্য৷

রাজ্যে ২,৩৫,২০০ কোটি টাকার বিনিয়োগ এল বাণিজ্য সম্মেলনে

প্রতি রাজ্যই সাধারণতন্ত্র দিবসের এই কুচকাওয়াজে অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে৷ তবে গতবছর দিল্লির এই কুচকাওয়াজে বাংলার তরফে কোনও ট্যাবলো দেওয়া হয়নি৷ এবার তা দেওয়া হচ্ছে৷ বাংলার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেও গুরুত্ব দিয়ে তার বিভিন্ন দিক তুলে ধরা হবে৷ দেশের পর্যটন মানচিত্রে বাংলা যে এখন একটা নতুন ডেস্টিনেশন, তা দেখাবে পশ্চিমবঙ্গ৷

বাংলার এই সৌন্দর্য আপনি আগে দেখেছেন কি?

The post সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম এবার শারদীয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement