shono
Advertisement

রান্নাঘরের চালে গুটিসুটি মেরে বসে কে! বিশালদেহী সরীসৃপ দেখে আঁতকে উঠলেন বধূ

আতঙ্কে কাঁপছেন নাগরাকাটা ব্লকের বাসিন্দারা।
Posted: 09:45 PM Nov 19, 2023Updated: 09:45 PM Nov 19, 2023
অরূপ বসাক, মালবাজার: সাপের আতঙ্ক যেন আর কাটছেই না। ডুয়ার্সের মালবাজার (Malbazar) মহকুমার নাগরাকাটা ব্লকে উদ্ধার বিশালদেহী অজগর। তাও আবার রান্না ঘরের সিলিং থেকে! অজগরটি (Python) প্রায় ১০ ফুট লম্বা। খবর পেয়ে অবশ্য সাপটি উদ্ধার করেছেন এলাকার সর্পপ্রেমী।  তার পর তুলে দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে।
 
মালবাজার মহকুমার নাগরাকাটা ৩ নং গেট লাগোয়া এলাকার বাসিন্দা  রাহুল প্রসাদ। শনিবার রাত ১০টা নাগাদ বাড়ির রান্নাঘরে (Kitchen) কাজ করছিলেন তাঁর স্ত্রী। আচমকাই চোখে পড়ে, সিলিং থেকে ঝুলছে এক সরীসৃপ। তার লেজটি দেখা যাচ্ছে। তা দেখেই ভয়ে চিৎকার করে বেরিয়ে আসেন তিনি। খবর পাঠানো হয় এলাকার সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে। তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উদ্ধার করেন ১০ ফুট লম্বা এক অজগরকে।
 

[আরও পড়ুন: ‘জানি না কতটা ক্রিকেট বোঝে’, অনুষ্কা, আথিয়াদের কটাক্ষ করে রোষের মুখে ভাজ্জি]

 
রাহুল প্রসাদের বলেন, ”রাতের বেলার আমার স্ত্রী রান্নাঘরে রান্না করার সময় সিলিংয়ের মধ্যে অজগরের লেজটি দেখতে পায়। এরপর চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে আসে। এরপর আমরা গিয়ে দেখি, বিরাট অজগর।  খবর দিই নাগরাকাটার সর্পপ্রেমী বাবুনকে। উনি এসে অজগরটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন।
 কীভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ল এত বড় অজগর! তা ভেবেই বিস্মিত হচ্ছেন বাড়ির লোকজন। আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন তাঁরা।
Advertisement

[আরও পড়ুন: লোকসভায় জয় নিশ্চিত করতে মমতাকেও জেলে পুরতে চায় বিজেপি, দাবি কেজরির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার