জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চাকরি দেওয়ার নামে বিদেশে নিয়ে গিয়ে অত্যাচার, পাসপোর্ট কেড়ে নেওয়ার অভিযোগ। পরিবারের সদস্যদের ঘরে ফেরাতে এবার পুলিশের দ্বারস্থ অত্যাচারিতদের পরিজনরা। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
জানা গিয়েছ, বনগাঁর বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মণ্ডল। দীর্ঘদিন আগে মালয়েশিয়া চলে গিয়েছিলেন তিনি। বছরখানেক এলাকার যুবকদের বিদেশে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই মতো এলাকার প্রায় ১২ জন যুবকের থেকে মাথা পিছু প্রায় সাড়ে তিনলক্ষ টাকা করে নেন। এরপর নির্দিষ্ট নিয়ে মালয়েশিয়া হাজির হন তাঁরা। অভিযোগ, তাঁরা কোনও কাজ পাননি। উলটে সেখানে তাঁদের উপর অত্যাচার করা হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। ফলত তাঁদের বাড়ি আসার পথ বন্ধ হয়ে যায়। কোনওরকমে বাড়িতে বিষয়টা জানান তাঁরা।
এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন অত্যাচারিত যুবকদের পরিবার। বাগান গ্রামের বাসিন্দাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক বছরের বেশি ছেলেদের আটকে রাখা হয়েছে। পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। ভয় দেখানো হচ্ছে। অভিযুক্ত আসাদুল ফোন ধরছেন না বলেই অভিযোগ। পরিবারের আর্জি যে কোনও মূল্যে মালয়েশিয়ায় আটকে পড়া যুবকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক।