shono
Advertisement
Falakata

খেলার প্রতি যুব সমাজের আকর্ষণ বৃদ্ধিই লক্ষ্য, ফালাকাটায় সাড়ে ৭ কোটি ব্যয়ে তৈরি স্টেডিয়াম

এই স্টেডিয়ামকে কেন্দ্র করে এলাকার খেলাধুলোর প্রসার ঘটবে বলে আশা বাসিন্দাদের।
Published By: Tiyasha SarkarPosted: 04:08 PM Jan 08, 2025Updated: 04:08 PM Jan 08, 2025

নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নতুন স্টেডিয়াম হল ফালাকাটায়। প্রাথমিকভাবে এটি ফুটবল খেলার জন্য ব্যবহার হবে। তবে অন্যান্য খেলাধুলোর আয়োজনেরও সুযোগ থাকছে। সুসজ্জিত এই ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের উদ্বোধন করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। স্টেডিয়ামের সামনে কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের মূর্তিও উন্মোচন করা হয়। 

Advertisement

এদিন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় ফালাকাটা টাউন ক্লাবের স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। ছোট শহরে এমন সুন্দর স্টেডিয়াম নজর কাড়বে।" তিনি আরও বলেন, "নতুন প্রজন্ম মাঠ বিমুখ হয়ে যাওয়ায় ফালাকাটা স্টেডিয়ামের উদ্বোধন। অনেকেই খেলার খবর রাখেন। কিন্তু নিজেরা মাঠে যান না। নতুন প্রজন্মদের মাঠের প্রতি আগ্রহ বাড়াতে ক্লাব গুলিকে যথার্থ ভূমিকা পালন করতে হবে।"

জানা গিয়েছে, স্টেডিয়াম তৈরির জন্য দপ্তর প্রায় ছ'কোটি টাকা বরাদ্দও করে। মোট দু'টি ভাগে ভাগ করে স্টেডিয়াম বানানোর কাজ শুরু করা হয়। পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় আরও ৩০ লক্ষ টাকার টেন্ডার করে। তার কিছুদিন পর ফের জেলার একমাত্র আউটডোর স্টেডিয়ামের জন্য আরও ১ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ হয় বলে জানা গিয়েছে। নতুন এই স্টেডিয়ামকে কেন্দ্র করে এলাকার খেলাধুলোর প্রসার ঘটবে বলে আশা বাসিন্দাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নতুন স্টেডিয়ামের সূচনা হল ফালাকাটায়।
  • প্রাথমিক ভাবে স্টেডিয়ামটি ফুটবল খেলার জন্য ব্যবহার হবে।
  • তবে অন্যান্য খেলাধুলো আয়োজনেরও সুযোগ থাকছে।
Advertisement