shono
Advertisement
Nadia

সীমান্তে পাচার রুখল বিএসএফ, নদিয়ায় উদ্ধার ২১ লক্ষ বাংলাদেশি টাকা, বিপুল পরিমাণ মাদক

সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানো হবে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।
Published By: Suhrid DasPosted: 04:55 PM Jun 09, 2025Updated: 04:55 PM Jun 09, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: গভীর রাতে সীমান্ত দিয়ে চলছিল পাচারের চেষ্টা। আগে থেকেই গোপন সূত্রে বিএসএফের কাছে সেই খবর গিয়েছিল। দ্রুত অভিযান চালান জওয়ানরা। উদ্ধার হল বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা, নিষিদ্ধ কফসিরাপ ও গাঁজা। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশের গোংরা এলাকায়।  পাচারকারিরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে খবর। সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানো হবে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

Advertisement

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্ত এলাকায় বেড়েছে বিএসএফ নজরদারি। অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনাও দেখা যাচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে রাজ্যে জঙ্গি ঢোকার আশঙ্কাও আছে। ফলে নিরাপত্তার কড়াকড়িও রয়েছে সীমান্ত এলাকায়। এই অবস্থায় নদিয়ার বিএসএফের ১৬১ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট গোংরার জওয়ানদের কাছে পাচারের আগাম খবর এসেছিল। এরপরই সীমান্ত এলাকায় আরও নজরদারি বাড়ানো হয়। গতকাল গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের চেষ্টা চলছিল। জওয়ানরা আন্দাজ করেছিলেন, পাচারকারীরা সীমান্তের পাশের একটি কলাবাগানে লুকিয়ে আছে। পাচারকারীদের উদ্দেশ্যে বার্তাও দেন তাঁরা। ঘন অন্ধকারের মধ্যেই এলাকা ছেড়ে পালাতে সক্ষম হন পাচারকারীরা।

জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২১ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করেছেন। পাওয়া গিয়েছে ৩৪ ইউয়ান মুদ্রাও। এছাড়াও মোট ৩৪০ বোতল নিষিদ্ধ কফসিরাপ ও ১১ কেজি গাঁজা মিলেছে। সব কিছুই আটক করেছেন জওয়ানরা। বাংলাদেশ থেকে কি ওইসব জিনিস পাচার হয়ে এসেছিল? নাকি সেসব পাচার করার চেষ্টা চলছিল ওপাড়ে? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে আরও নজরদারি বাড়বে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গভীর রাতে সীমান্ত দিয়ে চলছিল পাচারের চেষ্টা। আগে থেকেই গোপন সূত্রে বিএসএফের কাছে পাচারের খবর এসেছিল।
  • দ্রুত অভিযান চালান জওয়ানরা। উদ্ধার হল বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা, নিষিদ্ধ কফসিরাপ ও গাঁজা।
Advertisement