বাবুল হক, মালদহ: সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর এলাকায়। ধৃত দু'জনের নাম তাজেল হোসেন ও মহম্মদ মোমিন। তাঁদের এদিন আদালতে তোলা হয়। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। সেই আবহে রাজ্যের বিভিন্ন জায়গার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এবার মালদহেও গ্রেপ্তার করা হল দু'জনকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদেশে অবৈধভাবে থেকে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন তারা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। স্থানীয়দের তাঁদের দেখে সন্দেহ হয়। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সীমান্ত এলাকায় যায়। দু'জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলতে থাকে। দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। শুধু তাই নয়, তাঁদের থেকে এদেশের নাগরিক হিসেবে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।
পরে জেরায় দু'জনে জানান, তাঁরা বাংলাদেশের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে তাঁদের বাড়ি। কী কারণে তাঁরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন? নাকি এতদিন অবৈধভাবে ভারতে থাকছিলেন। এসআইআর আবহে তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষেছিলেন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে। আজ রবিবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, বাংলায় এসআইআর চালু হওয়ার পরই উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় একশোর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হন। বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
