shono
Advertisement
Baruipur

১৫ কোটি টাকার প্রতারণা করে ফ্ল্যাট-গাড়ি, সোনার গয়না কেনা? বারুইপুরে গ্রেপ্তার ৩

উদ্ধার হয়েছে কোটি টাকার গয়না।
Published By: Suhrid DasPosted: 05:00 PM Jun 17, 2025Updated: 05:00 PM Jun 17, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ডিলার, ব্যবসায়ীদের থেকে পেমেন্ট তুলে ওষুধ অ্যাপ কোম্পানির সংস্থার কাছে তা পাঠানোই ছিল ওই সংস্থার কাজ। কিন্তু টাকা পাঠানো হচ্ছিল না বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা প্রতারণা করেছে ওই সংস্থা। গ্রেপ্তার করা হয়েছে সিকিউরিটি সার্ভিস সংস্থার মালিক তারকনাথ ভট্টাচার্যকে। তাঁকে জেরা করে শতরূপা সরকার এবং পম্পা মিস্ত্রী নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দামি সংস্থার গাড়ি ও সোনার গয়না। সেই গয়নার আনুমানিক বাজারদর এক কোটি টাকার উপরে। অভিযুক্তের বেশ কিছু ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে চার কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বারুইপুর থানার পুলিশের থেকে এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয়েছে। বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। প্রতারিত ব্যক্তি সম্পূর্ণ টাকা আমরা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি।"

উদ্ধার হওয়া সোনার গয়না। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গত দু'বছর আগে 'সস্তা সুন্দর' নামে একটি ওষুধ অ্যাপ কোম্পানির কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য সিকিউরিটি সার্ভিস নামে ওই সংস্থা যোগ দিয়েছিল। অভিযোগ, ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সংস্থা ওই ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছে, কিন্তু সংস্থাকে আর প্রাপ্য টাকা পাঠায়নি। ওই সংস্থা শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে থাকে। জানা যায়, ১৫ কোটি টাকা তারকনাথ বিভিন্ন জায়গায় লগ্নি করেছেন। এদিকে ওই সংস্থার তরফে অভিযোগ, প্রায় ১৫ কোটি টাকা তারকনাথের কোম্পানির থেকে প্রাপ্য। এরপরই পুলিশ তারকনাথকে গ্রেপ্তার করে। ওই সংস্থাকে টাকা না দিয়ে গাড়ি, ফ্ল্যাট, গয়না কেনা হয়েছে বলে অভিযোগ। বাকি টাকা কোথায় আছে? সেসবের খোঁজও চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিলার, ব্যবসায়ীদের থেকে পেমেন্ট তুলে ওষুধ অ্যাপ কোম্পানির সংস্থার কাছে তা পাঠানোই ছিল ওই সংস্থার কাজ।
  • কিন্তু টাকা পাঠানো হচ্ছিল না বলে অভিযোগ।
  • অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা প্রতারণা করেছে ওই সংস্থা।
Advertisement