ঝাড়খণ্ডে শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙা (Beldanga Incident)। সেই ঘটনায় গ্রেপ্তার আরও ৫। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়া ও CCTV ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনকে। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৬।
দিন কয়েক আগে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙা। সেই ঘটনায় গ্রেপ্তার আরও ৫। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়া ও CCTV ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনকে। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৬।
ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, দিনভর উত্তপ্ত ছিল এই এলাকা। অবশেষে অ্যাকশন শুরু করে পুলিশ। পথে নামেন এসপি কুমার সানি রাজ। তিনি সেই সময় জানিয়েছিলেন, “কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সিসিটিভি ফুটেজ, ভিডিও দেখে শনাক্ত করা হবে। যেখানেই থাক তাঁদের গ্রেপ্তার করা হবে।” তারপরই গ্রেপ্তার করা হয় মিম নেতাকে তথা বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমানকে। গ্রেপ্তার হন আরও অনেকে।
ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। মুর্শিদাবাদের বেলডাঙার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কলকাতা হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আজ, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। এসবের মাঝে বেলডাঙা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে। ধৃতদের নাম নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ, তুফাইল শেখ। এপ্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, "সিসিটিভি ফুটেজ ও সোশাল মিডিয়া খতিয়ে দেখে এদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুর আদালতে তোলা হবে।"
