shono
Advertisement
Kajal Sheikh

SIR শুনানিতে ডাক, 'রোহিঙ্গা নই, চোদ্দগুষ্টির নথি নিয়ে যাব', কমিশনকে খোঁচা কাজল শেখের

এবার এসআইআর শুনানির নোটিস পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। 'আমি রোহিঙ্গা নই, চোদ্দগুষ্টির নথি নিয়ে যাব', বললেন কাজল শেখ। ২৮ জানুয়ারি তাঁকে নানুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Suhrid DasPosted: 09:17 PM Jan 19, 2026Updated: 09:17 PM Jan 19, 2026

দুই সাংসদের পর এবার এসআইআর শুনানির নোটিস পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। 'আমি রোহিঙ্গা নই, চোদ্দগুষ্টির নথি নিয়ে যাব', বললেন কাজল শেখ। ২৮ জানুয়ারি তাঁকে নানুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পেয়েই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সভাধিপতি।

Advertisement

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য ফায়জুল হক ওরফে কাজল শেখ বলেন, "বিজেপির বিরুদ্ধে কথা বলি, তাই নোটিস দেওয়া হয়েছে। আমি রোহিঙ্গা নই, বাংলাদেশি নই৷ চোদ্দগুষ্টির নথি নিয়ে শুনানিতে যাব৷ যা নথি চাইবে সবই আছে দেব৷" বিজেপিকে বিঁধে তিনি বলেন, "বিজেপির কাছে মাথানত করতে পারব না৷ ইডি-সিবিআইকে দিয়ে আমাকে কোনও কিছুতে জড়াতে পারেনি৷ তাই এসআইআর শুনানি নোটিস দিয়েছে।"

রাজ্যজুড়ে এসআইআরের শুনানি চলছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হয়রানি হওয়ার অভিযোগও উঠেছে। এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছে। এসআইআর শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সাংসদ, নেতাদের শুনানিতে ডাক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজল শেখও। জানা গিয়েছে, কাজল শেখ নানুর বিধানসভার ভোটার৷ পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে বর্তমানে এমুনারেশন ফর্মে দেওয়া তথ্যের মিল নেই৷ প্রসঙ্গত, এই কাজল শেখ ২০২৩ সালে নানুর থানার জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জিতে নির্বাচন কমিশনের কাছ থেকেই শংসাপত্র পেয়েছিলেন৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement