shono
Advertisement

Coronavirus: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে চার জেলা

বেড়েছে মৃত্যুও।
Posted: 06:17 PM Aug 10, 2021Updated: 06:51 PM Aug 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ রাঙাচ্ছে করোনার (Corona Virus) তৃতীয় ঢেউ। এর মাঝেই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার (Positivity Rate)। প্রশাসনের চিন্তা বাড়িয়েছে চার জেলার সংক্রমণ। তবে এদিন স্বস্তি দিয়েছে দৈনিক কোভিডজয়ীর সংখ্যা। যা দৈনিক করোনা আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি। 

Advertisement

মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় একদিনে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭২৪ জন। রাজ্যে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। সোমবার এই হার ছিল ১.৮৫ শতাংশ। আজ তা কমে দাঁড়াল ১.৫৮ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০ হাজার ৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

[আরও পড়ুন: পরকীয়ায় মজে স্বামী, হাতেনাতে ধরে বেল্ট দিয়ে বর ও প্রেমিকাকে মার স্ত্রীর]

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (Kolkata)। একদিনে করোনা আক্রান্ত ৬৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৭)।  তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬৫)। চিন্তা বাড়িয়ে দার্জিলিঙে সংক্রমিত হয়েছেন ৬৪ জন। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৬ হাজার ৫৭২ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.১৫ শতাংশ। কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। 

এদিকে রাজ্যে (West Bengal) ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনা (৪)। দ্বিতীয়স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (২)। এদিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, মালদায় মৃত্যু হয়েছে। যার জেরে এ রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৮ হাজার ২৫২ জন। 

[আরও পড়ুন: Tollywood অভিনেতার বাড়িতে আটক গৃহবধূ, পুলিশের সাহায্যে উদ্ধার করলেন স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement