অর্ক দে, বর্ধমান: গোপন সূত্রে খবর পেয়ে জাল পাতা হয়েছিল। আর তাতেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল। সোমবার সকালে বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হল। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল। তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বিশেষ তদন্তকারী দলের তরফে নাকাচেকিংয়ের ব্যবস্থা হয়। এদিন সকালে একটি ছোট চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি। ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১টি প্যাকেট থেকে মোট ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। বর্ধমান ১ ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বীরভূমের সাইথিঁয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোচবিহারের মাথাভাঙা থেকে ওই গাঁজা নিয়ে আসা হচ্ছিল। বর্ধমানেই কোনও ব্যক্তিকে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল। কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল, সেটি জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে কোনও চক্র কাজ করছে। ধৃত ব্যক্তিকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়।