হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: প্রয়াগরাজে শুরু হওয়া মহাকুম্ভ সাড়া ফেলে দিয়েছে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন দেশে। বৃহস্পতিবার সেখানে এলেন ১০ দেশের ২১ জন আন্তর্জাতিক প্রতিনিধি। সেই দল মহাকুম্ভে আখড়া পরিদর্শন করার পাশাপাশি ডুব দিল ত্রিবেণী সঙ্গমে। প্রতিনিধিরা পঞ্চমুখ হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসায়।
এদিন ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার পর প্রতিনিধি দল ঘুরে ঘুরে মহাকুম্ভ পরিদর্শন করে। কুম্ভমেলার বিভিন্ন আখড়া পরিদর্শন করার সময় সাধুদের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি স্যালি আল আজাব বলছেন, তিনি এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের অংশ হতেই সুদূর মধ্যপ্রাচ্য থেকে ভারতে এসেছেন। মহাকুম্ভ মেলাকে 'বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ' বলে উল্লেখ করার পাশাপাশি তিনি জানিয়েছেন, একদিকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম, অন্যদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি ভারতীয় সংস্কৃতির মহানুভবতাকে অনুভব করতে পারছেন। ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা জানাচ্ছেন, গোটা বিশ্বে ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছে মহাকুম্ভ।
প্রসঙ্গত, ১৪৪ বছরের পুণ্যতিথির পর এবছর অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহাকুম্ভ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ আয়োজনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যোগী আদিত্যনাথ। সাধুসন্ত, পুণ্যার্থীদের সুরক্ষা থেকে থাকা-খাওয়ার বন্দোবস্ত, কোথাও কোনও ত্রুটি রাখেননি তিনি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন।