shono
Advertisement

বিপদ জেনেও পেটের তাগিদে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে, মৃত্যু গোসাবার মৎস্যজীবীর

শোকের ছায়া এলাকায়।
Posted: 04:59 PM Feb 26, 2023Updated: 04:59 PM Feb 26, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রতিমুহূর্তে অপেক্ষা করে বিপদ। তা জানা সত্ত্বেও স্রেফ পেটের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে সুন্দরবনের (Sundarban) ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী। সেটাই কাল হল। বাঘের হানায় প্রাণ গেল ওই মৎস্যজীবীর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম উপেন মণ্ডল। বয়স ৪১ বছর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার তিনজন মৎস্যজীবীর একটি দল কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে। সতর্ক থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না। উপেন-সহ অন্যান্য মৎস্যজীবীরা কাঁকড়া ধরতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। অভিযোগ, সেই সময় একটি বাঘ উপেনের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে।

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর মাসখানেক পর শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহে আটক ছেলে]

আতঙ্কে জঙ্গল থেকে পালিয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচান উপেনের সঙ্গীরা। তাঁরা জঙ্গল থেকে ফিরে খবর দেয় ব্যাঘ্র প্রকল্পের অফিসে। বাগনা বনদপ্তরের অফিস থেকে বেশ কয়েকজন কর্মী সঙ্গে সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে। মৃত অবস্থায় উপেনের দেহটি বনদপ্তর ও মৎস্যজীবীরা উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উপাজর্নকারী সদস্যের এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাতজেলিয়া গ্রামে।

[আরও পড়ুন: ‘আগামীতে কার্তিক, গণেশ পুজোও হবে জেলে’, বিস্ফোরক দিলীপ ঘোষ, পালটা দিল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement