shono
Advertisement

ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে শ্যালিকাকে কোপ জামাইবাবুর

অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।  The post ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে শ্যালিকাকে কোপ জামাইবাবুর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:10 PM Sep 01, 2019Updated: 07:10 PM Sep 01, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাধা পেয়ে যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত যুবক। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। 

Advertisement

[আরও পড়ুন: অশান্ত কাঁকিনাড়ায় মাথা ফাটল অর্জুন সিংয়ের, কাঠগড়ায় পুলিশ কমিশনার]

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে আচমকাই ক্যান্সার আক্রান্ত শ্যালিকার ঘরে ঢুকে পড়ে জাকারিয়া শেখ নামে ওই যুবক। অভিযোগ, যুবতীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে শ্যালিকার ঘাড়ের দু’পাশে ও হাতে কোপ দেয় মারে গুণধর জামাইবাবু। এরপরই রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে শুরু করে ওই যুবতী। তাঁর চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা ছুটে যায়। সেই সময়ই চম্পট দেয় অভিযুক্ত যুবক। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই নির্যাতিতা যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন নির্যাতিতা ক্যান্সার আক্রান্ত ওই যুবতী।

জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। জাকারিয়ার ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা যুবতী আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবতীর দিদি বিশেষভাবে সক্ষম। আট বছর আগে জাকারিয়ার সঙ্গে বিয়ে হয় যুবতীর দিদির। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্যালিকাকে বিভিন্নভাবে উত্যক্ত করত জাকারিয়া। জানা গিয়েছে, এর আগেও দু’বার দুই মহিলার শ্লীলতাহানির ঘটনায় নাম জড়িয়েছিল ওই যুবকের। ক্ষমা চেয়ে কোনওরকমে ছাড় পায় অভিযুক্ত। কিন্তু সেই ঘটনার পরেও যে জাকারিয়ার কার্যত কোনও পরিবর্তনই ঘটেনি, এদিনের ঘটনা তার প্রমাণ। 

[আরও পড়ুন:বাসন্তীতে শাসকদলের কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত যুব তৃণমূলের একাংশ]

The post ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে শ্যালিকাকে কোপ জামাইবাবুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার