shono
Advertisement
Yogi Adityanath

'বিসমিল্লা বলে কুরবানি দিয়ে দেব', যোগীকে খুনের হুমকি! গ্রেপ্তার মালদহের যুবক

ধৃতের থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
Published By: Subhankar PatraPosted: 01:54 PM Dec 18, 2024Updated: 04:11 PM Dec 18, 2024

বাবুল হক, মালদহ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি! মালদহে গ্রেপ্তার যুবক। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের নয়ডার পুলিশ। ধৃতের থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শেখ আতাউল। এলাকায় সে খিচ্চু গণী বলে নামে পরিচিত। সে মালদহ থানার রতুয়ার সাহাপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কয়েক বছর ধরে দিল্লিতে রিকশা চালকের কাজ করে আতাউল।

বেশ কিছুদিন আগে আতাউলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিনরাজ্যে থাকাকালীন একটি ইউটিউব চ্যানেলে সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেখানে তাকে বলতে শোনা যায়, "বিসমিল্লা বলে যোগীর কুরবানি দিয়ে দেব।" যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভিডিও ভাইরাল হতেই নয়ডার সেক্টর ৩৯ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যোগীকে খুনের হুমকির পাশাপাশি সমাজমাধ্যমে হিংসা ছড়ানো ও বাংলাদেশ ইস্যু থেকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিষয় নিয়ে আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে মালদহে আতাউলের খোঁজ পায় পুলিশ।

নয়ডার অ্যাডিশনাল ডিএসপি জানিয়েছেন, ১৩ তারিখ একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হয়। যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। মালদহে গ্রেপ্তার যুবক।
  • সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের নয়ড়ার পুলিশ।
  • ধৃতের থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি,  আপত্তিকর কিছু ছবি, মোবাইল একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 
Advertisement