shono
Advertisement
Birbhum

মুদিখানার ভিতরেই নাবালিকাকে ধর্ষণ দোকানদারের! শাস্তির দাবিতে রণক্ষেত্র সিউড়ি

অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 10:32 AM Jan 22, 2025Updated: 10:45 AM Jan 22, 2025

নন্দন দত্ত, বীরভূম: মুদিদোকানে যাওয়াই কাল। বীরভূমের সিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হাটজন বাজার এলাকা। দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পোড়ানো হয় টায়ার। অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ।

Advertisement

ছবি: নন্দন দত্ত।

জানা গিয়েছে, সিউড়ির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা। এলাকাতেই মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার। মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে গিয়েছিল বছর এগারোর ওই নাবালিকা। সেই সময় দোকানে আরও অনেকে ছিলেন। প্রদীপের দোকানের উলটোদিকেই একটি বাড়ি রয়েছে। ওই বাড়ির মহিলার দাবি, তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ। এরপর দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভিতরে চলে যায়। দীর্ঘক্ষণ পরও ফেরেনি সে। এতে সন্দেহ হয় মহিলার। ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান।

সবাই মিলে গিয়ে প্রদীপের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি। ততক্ষণে পিছনের দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয়। যদিও শেষে অভিযুক্ত চাপের মুখে বিষয়টা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের। এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায়। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে। বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাটজন বাজার এলাকা। অভিযুক্তের বন্ধ দোকানেই ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। জ্বালানো হয় টায়ার। রাস্তা অবরোধ করেন মহিলারা। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এসেছে। আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে। স্থানীয় কাউন্সিলর পবিত্র দাস বলেন, পুলিশকে ব্যবস্থা করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুদিদোকানে যাওয়াই কাল। বীরভূমের সিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোদ দোকানদারের বিরুদ্ধে।
  • ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হাটজন বাজার এলাকা।
  • দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পোড়ানো হয় টায়ার। অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ।
Advertisement