shono
Advertisement

৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী

পুলিশে অভিযোগ দায়ের পর থেকে পলাতক অভিযুক্ত৷ The post ৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 PM Aug 09, 2019Updated: 09:17 PM Aug 09, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ছ’মাস ধরে ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠল তার জেঠুর বিরুদ্ধে৷ ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পরই ঘটনাটি জানাজানি হয়৷ অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়েই ধর্ষণ করা হয়েছে দশম শ্রেণির ছাত্রীকে৷ নদিয়ার স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গাদিগাছা এলাকার এই ঘটনায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]

নির্যাতিতা ওই নাবালিকার মা পরিচারিকার কাজ করেন৷ তাই তাঁকে প্রতিদিন খুব ভোরে বাড়ি থেকে বেরোতে হয়৷ নির্যাতিতার এক দিদিও আছেন। তিনি স্বামী পরিত্যক্ত হওয়ায় বাপের বাড়িতেই থাকেন। মা বেরিয়ে যাওয়ার পর দিদির সঙ্গে বাড়িতেই থাকত ওই কিশোরী৷ পুলিশকে নির্যাতিতা ওই নাবালিকার মা জানিয়েছেন,‘‘গত ছ’মাস যাবৎ আমার ভাসুর কানাই দেবনাথ ছোট মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সকালে মেয়ের হাঁটা চলায় অস্বাভাবিকতা লক্ষ্য করি। তখন মেয়েকে জিজ্ঞাসাবাদ করি৷ আচমকাই সে কেঁদে ফেলে। জেঠুর কুকীর্তির কথা আমাকে জানায়। বর্তমানে আমার মেয়ে অন্তঃসত্ত্বা৷ আমি আমার ভাসুরের কঠোর শাস্তি চাই।’’

[আরও পড়ুন: রান্নার হাত ভাল না হওয়ার ‘শাস্তি’, নববধূকে খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর]

শুক্রবার দুপুরে নবদ্বীপ থানায় ওই নাবালিকার মা তার ভাসুর কানাই দেবনাথের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য নবদ্বীপ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কানাই দেবনাথ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷

The post ৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement