shono
Advertisement
Waqf Act

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, মগরাহাটে রেল, রাস্তা অবরোধে সংখ্যালঘু সম্প্রদায়

জমিয়তে উলেমায় হিন্দের প্রতিবাদে মগরাহাট স্টেশন সংলগ্ন রাস্তায় বাস, অটো আটকে পড়ে।
Published By: Sucheta SenguptaPosted: 01:36 PM Apr 06, 2025Updated: 01:39 PM Apr 06, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায়, এই অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামল জমিয়তে উলেমায় হিন্দ সম্প্রদায়ের একটা বড় অংশ। রবিবার ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে রেল অবরোধে নামলেন সদস্যরা। স্টেশন সংলগ্ন রাস্তাও অবরোধ করা হয়।যার জেরে বাস রাস্তা, অটোরুট সব আটকে দেওয়া হয়। পরে প্রতিবাদীরা রেললাইনে নেমেও বিক্ষোভ দেখান। তার জেরে ঘণ্টাখানেক ধরে বন্ধ আপ ও ডাউন ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন রেলযাত্রীরা।

Advertisement

মগরাহাটে পথ অবরোধে জমিয়তে উলেমায় হিন্দের সদস্যরা। নিজস্ব ছবি।

রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে আগেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে  বিরোধিতার কথা বলা হয়েছিল। সংসদে বিল পাশের আগে পর্যন্ত সাংসদরা বিরোধিতায় সরব হয়েছিলেন। তবে লোকসভা, রাজ্যসভায় বিল পেশের পর রবিবার রাষ্ট্রপতি তাতে সই করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে আইনে পরিণত হয়েছে। এই আইন 'সর্বনাশা' বলে আন্দোলনে নেমেছে জমিয়তে উলেমায় হিন্দের দক্ষিণ ২৪ পরগনা শাখা।

রবিবার দুপুর সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে প্রতিবাদ সভার পাশাপাশি রাস্তা অবরোধ করে সংগঠনের কয়েকশো কর্মী, সমর্থক বিক্ষোভ দেখান। এরপর শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশনে ট্রেন অবরোধ করে। রেল অবরোধ চলছে বিক্ষোভ। আটকে পড়েছে ডায়মন্ড হারবার লাইনের ডাউন ও আপ লোকাল। সংগঠনের তরফে সরফরাজ আহমেদ জানান, ''সংগঠনের দক্ষিণ ২৪ পরগনার শাখার নির্দেশে মগরাহাট ব্লক থেকে আমরা এই আইনের তীব্র নিন্দা জানাচ্ছি। আর সেই কারণে আমরা প্রতিবাদে নেমেছি। মগরাহাটের সমস্ত বাস, অটো অবরোধ করা হয়েছে। ট্রেনও অবরোধ আছে।'' আর এই অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে আটকে যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াকফ আইনের প্রতিবাদে পথে জমিয়তে উলেমায় হিন্দের একটা বড় অংশ।
  • মগরাহাট স্টেশন লাগোয়া রাস্তা, রেল অবরোধ।
Advertisement