সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে তৃণমূল নেতা খুন। এবার উত্তর ২৪ পরগনার শাসনে। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই শাসকদলের নেতা সামাদ আলিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনার পর, দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান মৃতের বাড়ির লোক ও স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ভেড়ির টাকার ভাগ নিয়ে গণ্ডগোলের কারণে ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
[চাকদহে জলসার মঞ্চে তৃণমূল যুবনেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা]
উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা এলাকার তৃণমূল নেতা সামাদ আলি। শাসকদলের অঞ্চল কমিটির সদস্য ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভেড়ির টাকার ভাগ নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদ ছিল সামাদের। বিবাদ এমনই জায়গায় পৌঁছেছিল যে, বেশ কয়েকদিন এলাকাছাড়া ছিলেন তিনি। বৃহস্পতিবার দলীয় সভায় যোগ দেওয়ার জন্য তেহাটায় ফিরেছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু, দলের সভা থেকে ফেরার পথেই খুন হয়ে গেলেন তিনি।
[সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দলের সভা সেরে ফেরার পথে বাড়িতে কাছে এক চায়ের দোকানে বসেছিলেন সামাদ। পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। আচমকাই সেখানে হাজির হয় কয়েকজন দুষ্কৃতী। প্রথমে বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে তারা। এরপরই সামাদকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। একসময়ে তারা পালিয়েও যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাসকদলের ওই নেতার। খবর পেয়ে ছুটে আসেন মৃতের পরিবারের লোকেরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
[ফের মোদিকে ‘না’, পরীক্ষার মুখে প্রধানমন্ত্রীর ভাষণে সায় নেই রাজ্যের]
রবিবার রাতেই নদিয়ার চাকদহে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন তৃণমূলের যুবনেতা শান্তনু শীল। স্থানীয় একটি ক্লাবের আয়োজনে জলসা চলাকালীন মঞ্চের খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।
The post শাসনে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মৃতদেহ আটকে বিক্ষোভ পরিবারের appeared first on Sangbad Pratidin.
