shono
Advertisement
Jeet

জিতের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা! চলল ভাঙচুর, লুটপাট, আহত অনেকে

আহতও হন অনেকে।
Published By: Saurav NandiPosted: 01:13 PM Dec 28, 2025Updated: 01:32 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওলেন মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সামাল ব্যর্থ হওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছিল রাজ্য পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে। সেখানেও ভিড় সামাল দিতে ব্যর্থ পুলিশ। যার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। চলল ভাঙচুর, লুটপাট। আহতও হন অনেকে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশও।

Advertisement

রাঢ় বাংলার কুটিরশিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরতে গত ২৩ ডিসেম্বর থেকে বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে। জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে এই মেলা। শনিবার সকাল থেকে সবই স্বাভাবিক ছিল। তাল কাটল রাতে। মেলার যদুভট্ট মঞ্চে জিতের অনুষ্ঠান ছিল। সূচি মেনে রাত ৮টা নাগাদ অনুষ্ঠান শুরুও হয়। অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান অনুষ্ঠানস্থলে। স্থানীয় সূত্রে খবর, ধীরে ধীরে ভিড় এতটাই বেড়ে যায়, তা সামলাতে ব্যর্থ হয় পুলিশ। ভিড়ের মধ্যেই শুরু ধাক্কাধাক্কি। কিছু ক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অনুষ্ঠানস্থল। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যরিকেড ভেঙে ফেলেন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও।

অভিযোগ, আশপাশের বেশ কিছু দোকানেও ভাঙচুর চালানো হয়। দোকান থেকে লুট করে নেওয়া হয় টাকাপয়সা। ছিঁড়ে ফেলা হয় অনুষ্ঠানস্থলে থাকা একাধিক ব্যানার-ফ্লেক্স। মেলার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ফ্লেক্স ছিল। সেটিও ভেঙে ফেলা হয়। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহতও হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশও। বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েক জনকে আটক করেছিল। যদিও পরে তাঁদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়। যদিও বিশৃঙ্খলার জেরে জিতের অনুষ্ঠান বন্ধ হয়নি। নির্দিষ্ট সময় পর্যন্তই তা চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওলেন মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সামাল ব্যর্থ হওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছিল রাজ্য পুলিশ।
  • সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে।
  • সেখানেও ভিড় সামাল দিতে ব্যর্থ পুলিশ।
Advertisement