shono
Advertisement

রাজ্যের সর্বত্র বাংলা ব্যবহারের দাবি, স্টেশনের হিন্দি নামফলকে কাদার প্রলেপ ‘বাংলাপক্ষ’র

ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অনেকেই। The post রাজ্যের সর্বত্র বাংলা ব্যবহারের দাবি, স্টেশনের হিন্দি নামফলকে কাদার প্রলেপ ‘বাংলাপক্ষ’র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Aug 26, 2019Updated: 04:53 PM Aug 26, 2019

শুভময় মণ্ডল:  স্টেশন থেকে শুরু করে বিভিন্ন সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহারের দাবি জানিয়ে অনেকদিন আগেই আন্দোলনে নেমেছে ‘বাংলাপক্ষ’ নামে একটি সংগঠন। যেখানেই বাংলা ভাষার অবমাননা হয়েছে, সেখানেই দেখা মিলেছে ওই সংগঠনের সদস্যদের। মাতৃভাষার ব্যবহারে জোর দিতে গিয়ে এবার মধ্যমগ্রাম স্টেশনে হিন্দিতে লেখা সাইনবোর্ডে কাদামাটির প্রলেপ দিয়ে দিলেন ‘বাংলাপক্ষ’-র সদস্যরা। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা। নিজের মাতৃভাষাকে সম্মান দিতে গিয়ে ‘বাংলাপক্ষ’-র কার্যকলাপ অন্যের ভাবাবেগে আঘাত করছে বলেও মনে করছেন অনেকেই। 

Advertisement

[আরও পড়ুন: শিয়রে ‘দিদিকে বলো’, ভোরে আদিবাসী পরিবারের হেঁশেলে ঢুকে জনসংযোগ মন্ত্রীর

বেশ কিছুদিন ধরেই এ রাজ্যে ‘বাংলাপক্ষ’ নামের ওই সংগঠন আন্দোলন শুরু করেছে। সংগঠনের সদস্যরা সোশ্যাল সাইটে ‘বাংলাপক্ষ’ নামের একটি পেজ খুলেছেন। যার ফলোয়ারের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে। ‘বাংলাপক্ষ’-এর সংগঠকরা তাঁদের আন্দোলনের মুখবন্ধে বলছেন, তাঁদের আন্দোলনটি অরাজনৈতিক। তাঁদের লড়াই বাংলা ভাষার জন্য। কারণ, তাঁদের দাবি এ রাজ্যে বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই তাঁরা দাবি তোলেন রাজ্যে সব পরিষেবায় বাংলা ভাষার ব্যবহার করতে হবে। নিজেদের দাবি ছিনিয়ে নিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেও দেখা যায় সংগঠনকে। কয়েকদিন আগেই আসানসোল রেলস্টেশনের সাইনবোর্ডে হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি তুলে সরব হয়েছিলেন তাঁরা। জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিলেন। ভাষার স্বীকৃতির দাবিতে এবার শিয়ালদহ-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনে ভিন্ন পন্থায় আন্দোলন করতে দেখা গেল সংগঠনের সদস্যদের। আর এই ভিন্ন পন্থাতেই আপত্তি জানিয়েছেন অনেকে।

সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনের ওভারব্রিজের উপরে হিন্দিতে লেখা স্টেশনের নামফলকে কাদামাটির প্রলেপ দিচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই সংগঠনের কাজকে সমর্থন করেছেন। কেউ কেউ আবার মাতৃভাষাকে সম্মান জানাতে গিয়ে হিন্দি মুছে ফেলার প্রবণতার বিরোধিতা করেছেন। অন্যের ভাষাকে অসম্মান করা হচ্ছে এমন মন্তব্যও করেছেন।   

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: শিয়রে ‘দিদিকে বলো’, ভোরে আদিবাসী পরিবারের হেঁশেলে ঢুকে জনসংযোগ মন্ত্রীর]

The post রাজ্যের সর্বত্র বাংলা ব্যবহারের দাবি, স্টেশনের হিন্দি নামফলকে কাদার প্রলেপ ‘বাংলাপক্ষ’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার