shono
Advertisement

মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টে, যুবককে নৃশংস ভাবে খুন করল স্ত্রী

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেহট্টের দাসপাড়া এলাকায়৷ The post মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টে, যুবককে নৃশংস ভাবে খুন করল স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Aug 17, 2019Updated: 05:38 PM Aug 17, 2019

পলাশ পাত্র, তেহট্ট: মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টের তেহট্টের কালীগঞ্জ থানার অন্তর্গত শেরপুরের দাসপাড়া এলাকায়৷ এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জেরে স্বামীকে নৃশংস ভাবে খুন করল এক মহিলা৷ মৃত যুবকের নাম তপন দাস, বয়স ৪৫৷ ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রী শিখা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়াল 

Advertisement

[ আরও পড়ুন: রেললাইন দিয়ে যাওয়ার সময় ধাক্কা মারল ট্রেন, জলপাইগুড়িতে মৃত ১]

জানা গিয়েছে, ২৫ বছর আগে মুর্শিদাবাদের রেজিনগরের শিখা দাসকে বিয়ে করেন তেহট্টের শেরপুরের বাসিন্দা তপন দাস৷ কিন্তু পানের ব্যবসাদার তপনের সঙ্গে, প্রথম থেকেই অশান্তি লেগে থাকত শিখার৷ তাদের তিন মেয়ে হলেও স্বামী-স্ত্রী’র অশান্তি কমেনি৷ একটা সময় পর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তপন৷ রোজ রাতে হাই ডোজের ঘুমের ওষুধ খেতেন৷ স্ত্রী’র উপর অকথ্য অত্যাচার চালাতেন৷ মারধর করতেন তিনি৷ যুগলের অশান্তিতে নাজেহাল অবস্থা ছিল প্রতিবেশীদের৷ পুলিশকে দেওয়া বয়ানে শিখা জানিয়েছে, শুক্রবার রাতেও তাকে মারধর করে তপন৷ কিন্তু দিনের পর দিন স্বামীর হাতে মার খেতে খেতে, ওইদিন সহ্যের বাধ ভেঙে যায় শিখার৷ বেশি করে ঘুমের ওষুধ খাইয়ে, গলায় দড়ি পেঁচিয়ে তপনকে খুন করে সে৷

[ আরও পড়ুন: ফুচকা নিয়ে বচসার জেরে গলার নলি কেটে খুন যুবক, বিষ্ণুপুরের ঘটনায় গ্রেপ্তার ১ ]

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল থেকে প্রথমে সব স্বাভাবিক থাকলেও, সাড়ে দশটা নাগাদ হঠাৎই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে শিখা৷ বলতে থাকে, তার স্বামী চোখ খুলছে না৷ ঘরে গিয়ে দেখা যায়, খাটের মধ্যে পড়ে রয়েছেন তপন৷ তবে তাঁর গলায় একটা দড়ি প্যাঁচানোর দাগ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তের পর তাঁরা জানান, স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছে তপনকে৷ এরপরই শিখাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারীরা৷ একটু চাপ পড়তেই কেঁদে নিজের দোষ কবুল করে শিখা৷ তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ খুনের সঙ্গে কোনও পরকীয়ার যোগ রয়েছে কিনা, তদন্তই করেন অফিসাররা৷ আর সেই তদন্তে নেমেই আসল সূত্রের খোঁজ মেলে৷ পুলিশ জানতে পারে, এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শিখা৷ সেই তার সঙ্গে মাসখানেক আগে তপনের ঝামেলাও হয়৷ খুনের পিছনে সেই যুবকের কোনও হাত রয়েছে কিনা এখন, সেই তদন্তই করচেন অফিসাররা৷  

The post মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টে, যুবককে নৃশংস ভাবে খুন করল স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement