shono
Advertisement
Bolpur

স্ত্রী-সন্তানের কথা গোপন করে প্রেম, জানতে পেরেই যুবককে প্রকাশ্যে জুতোপেটা প্রেমিকার!

হতবাক প্রত্যক্ষদর্শীরা।
Published By: Tiyasha SarkarPosted: 02:47 PM Apr 09, 2025Updated: 02:47 PM Apr 09, 2025

দেব গোস্বামী, বোলপুর: স্ত্রী-সন্তানের কথা গোপন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক! প্রেমিকার কানে যেতেই ভয়ংকর কাণ্ড। ভরা রাস্তায় প্রেমিককে জুতোপেটা করলেন প্রেমিকা। আচমকা এই দৃশ্য দেখে হতবাক পথচলতিরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুরে।

Advertisement

জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক। স্ত্রী-সন্তান নিয়ে সংসার। তবে কাজের সূত্রে থাকতেন বোলপুরে। শ্রমিকের কাজের সূত্র ধরেই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। দিব্য চলছিল তাঁদের প্রেম। যুবকের স্ত্রী বোলপুরে যেতেই ঘটে বিপত্তি। দম্পতিকে একসঙ্গে দেখে ফেলেন প্রেমিকা। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। শান্তিনিকেতনের পূর্বপল্লির রাস্তায় পায়ের জুতো খুলে প্রেমিককে বেধড়ক মারধর করে তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও ওই যুবক পুলিশ যাওয়ার আগেই ওই এলাকা থেকে উধাও হয়ে যান। ওই মহিলা জানিয়েছেন তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি। 'গুণধর' প্রেমিকের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। এদিকে প্রেমিকার দাবি, অভিযুক্তকে কঠোর শাস্তি দিতেই হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রী-সন্তানের কথা গোপন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। প্রেমিকার কানে যেতেই ভয়ংকর কাণ্ড।
  • ভরা রাস্তায় প্রেমিককে জুতোপেটা করলেন প্রেমিকা। আচমকা এই দৃশ্য দেখে হতবাক পথচলতিরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুরে।
Advertisement