shono
Advertisement

'বাঁচার ইচ্ছে নেই', ভিডিও বার্তার পরই রহস্যমৃত্যু শহরের ব্যবসায়ীর

স্ত্রীর মৃত্যুর পর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 12:08 AM Apr 27, 2025Updated: 12:08 AM Apr 27, 2025

অর্ণব আইচ, কলকাতা: শহরে রহস্যমৃত্যু ব্যবসায়ীর। শনিবার বিকেলে ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছিতে বহুতলের ছাদ থেকে উদ্ধার হল জয়ন্ত সাহা নামে ওই ব্যবসায়ীর দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে জয়ন্তবাবু। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার বিকেলে নিজের বহুতলের ছাদে গিয়েছিলেন জয়ন্ত সাহা। ছাদের উপর ট্যাংকের কাছে লাইসেন্সড পিস্তল হাতে নিয়ে ভিডিওগ্রাফি করেন। ছেলে ও প্রিয়জনদের উদ্দেশে বার্তা দেন, তাঁর আর বাঁচার ইচ্ছে নেই। আত্মঘাতী হতে চলেছেন তিনি। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। যদিও ততক্ষণে নিজের মাথায় গুলি চালিয়েছেন জয়ন্ত। পরিবারের লোকজন রক্তাক্ত ওই ব্যবসায়ীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যাচ্ছে, শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন জয়ন্ত সাহা। ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছির কাছে তার নিজের কনস্ট্রাকশন এর ব্যবসা। পার্ক স্ট্রিট-সহ কলকাতার দুটি জায়গায় তাঁর দুই ছেলের নামী রেস্তোরাঁ রয়েছে। যদিও দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্তবাবু। গত মার্চ মাসে ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। নিজেও ভুগছিলেন অসুস্থতায়। যার জেরেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement