shono
Advertisement

গুটখার পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

মর্মান্তিক! The post গুটখার পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:13 PM Jun 20, 2018Updated: 02:43 PM Jun 20, 2018

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: ধূমপান করার তো প্রশ্নই ওঠে না৷ ট্রেনে কেরোসিন, পেট্রলের মতো দাহ্য পদার্থ নিয়ে যাওয়াও নিষিদ্ধ৷ তবে পান বা গুটখা নিয়ে তেমন কোনও বাধা নিষেধ নেই৷ আর সেই গুটখা নেশাই প্রাণ কাড়ল এক যাত্রী৷ পিক ফেলতে গিয়ে পোস্টের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক ব্যক্তি৷ বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনানে৷

Advertisement

[ট্রাকচালকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উলুবেড়িয়ায়]

মৃতের নাম হাসাদ আলি কাজী৷ বয়স মাত্র ২৮ বছর৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়৷ রেল পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে পরিবারের সঙ্গে দিঘা যাচ্ছিলেন তিনি৷ হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে মেচেদা হয়ে দিঘা যাওয়ার পরিকল্পনা ছিল হাসাদের পরিবারের৷ কিন্তু, মেচেদার যাওয়ার পথে ঘটল বিপর্যয়৷ চলন্ত ট্রেন থেকে মারা গেলেন বছর আঠাশের হাসাদ আলি কাজী৷ ট্রেন তখন সবেমাত্র বাগনান স্টেশন পেরিয়ে দুর্লভপুর লেভেল ক্রসিংয়ে কাছে পৌঁছেছে৷ পরিবারের লোকেদের দাবি, চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলতে গিয়েছিলেন হাসাদ৷ রেললাইনে পাশে একটি পোস্টে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি চেন টেনে ট্রেন থামিয়ে দেন হাসাদের পরিবারের লোকেরা৷ কিন্তু, ততক্ষণে মারা গিয়েছেন ওই যুবক৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাগনান স্টেশন থেকে সামান্য দূরে দুর্লভপুর লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের ধারে ওই পোস্টটি বিপজ্জনক হয়ে উঠেছে৷ এরআগেও ওই পোস্টে ধাক্কা খেয়ে প্রাণ দিয়েছে রেলযাত্রীদের৷ বারবার জানানো সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷

[পারিবারিক বিবাদে লুট মাধ্যমিকের মার্কশিট-সার্টিফিকেট! প্রশাসনের দ্বারস্থ তরুণী]

The post গুটখার পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement